বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রথম লেগে কিংসই সেরা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম লেগে কিংসই সেরা

পেশাদার ফুটবল লিগে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল বসুন্ধরা কিংস। এক ম্যাচ আগেই প্রথম লেগে শীর্ষে থাকা নিশ্চিত করেছে অভিষেক আসরেই ইতিহাস গড়া দলটি। ২৮ ফেব্রুয়ারি প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে লড়বে ঢাকা আবাহনীর বিপক্ষে। যদি এ ম্যাচে হেরেও যায় শীর্ষে থেকেই দ্বিতীয় লেগ শুরু করবে চ্যাম্পিয়ন বসুন্ধরা। ১১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩১। আবাহনী পরের দুই ম্যাচ জিতলেও ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে।

গতকাল হোম ভেন্যু কুমিল্লা ভাষা সৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্কারের শিষ্যরা। ৪-০ গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে পরাজিত করে। ম্যাচে ড্র করলেও প্রথম লেগে শীর্ষে থাকত কিংস। কিন্তু কোচ অস্কারের একটাই কথা, বসুন্ধরার টার্গেট একটাই জয় ধরে রাখা। সেটাই হয়েছে, শিষ্যদের মনোমুগ্ধকর পারফরম্যান্সে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। ল্যাতিন ম্যাজিকেই তা সম্ভব হয়েছে। রাউল বেসেরা ও রবসন রবিনহোর জোড়া গোলে তারা কুমিল্লা দর্শকদের মন জয় করেছে। এই মাঠেই রবসন ও রাউল আরামবাগের বিপক্ষে জোড়া হ্যাটট্রিক করে রেকর্ডও গড়েন।

ম্যাচে ফেবারিট হলেও শেখ রাসেলকে মূল্যায়ন করেই মাঠে নামে স্বাগতিকরা। ২০১৯-২০ লিগে চ্যাম্পিয়ন হলেও তারা একমাত্র ম্যাচটি হারে রাসেলের কাছে। অথচ রাসেল কুমিল্লায় ছিল বড্ড ম্লান। ২৩ মিনিটে রবিনহোর পাশে বল পেয়ে গোল করেন রাউল বেসেরা। প্রথমার্ধের শেষের দিকে তৌহিদুল আলম সবুজের কাছ বর পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন রবিনহো।

দ্বিতীয়ার্ধেও শেখ রাসেলকে খুঁজে পাওয়া যায়নি। ম্যাচ নিয়ন্ত্রণে রাখে কিংসই। ৭৪ মিনিটে ফের গোল করেন বেসেরা। এ নিয়ে তার গোল দাঁড়াল দশে। ৮৩ মিনিটে রবিনহো পুনরায় গোল করলে ওমর জোবেকে টপকিয়ে তিনি এখন ১২ গোল দিয়ে সেরা গোলদাতার আসনে বসে গেছেন। এ জয়ে কিংসের শিরোপা সম্ভবনা উজ্জ্বল হলেও শেখ রাসেলের দৌড়ে টিকে থাকাটা বড় কঠিন হয়ে গেল। ১০ ম্যাচে তাদের সংগ্রহণ ১৭। অর্থাৎ এখুনি তারা ১৩ পয়েন্ট নষ্ট করেছে। প্রথম লেগে শীর্ষে থাকলেও কোচ অস্কার বলেন, এখনও রাস্তা বহু দূর। শিরোপা ধরে রাখতে আমাদের পারফরম্যান্সে আরও উন্নতি ঘটাতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর