বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ক্রাইস্টচার্চ পৌঁছেছেন তামিমরা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপের আগে। সেবার ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত করে দেশে ফিরেছিল টাইগাররা। দীর্ঘ দুই বছর পর পুনরায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলতে গতকাল স্থানীয় সময় দুপুর পৌনে ৩টায় ক্রাইস্টচার্চে পা রাখেন তামিম, মাহমুদুল্লাহরা। করোনা ভীতিকে পাশ কাটিয়ে দেশের বাইরে প্রথম সিরিজ দুটি খেলতে টাইগাররা মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা ছাড়ে। ক্রাইস্টচার্চে পা রাখার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের।

প্রথম ৭দিন পুরোপুরি ঘরবন্দী থাকবেন এবং পরের সাতদিন নিজেদের মধ্যে অনুশীলন করবেন তামিম, মুস্তাফিজরা। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ৫দিন কুইন্সটাউনে উন্মুক্তভাবে অনুশীলন করবেন। ২০ মার্চ ডুনেডিনে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে এটাই হবে বাংলাদেশের মূল প্রস্তুতি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে দিবা-রাত্রির এবং ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে ওয়েলিংটনে। ওয়ানডে সিরিজের পর প্রথম টি-২০ ২৮ মার্চ হ্যামিল্টন, দ্বিতীয়টি ৩০ মার্চ নেপিয়ার এবং ১ এপ্রিল শেষ টি-২০ ম্যাচ অকল্যান্ডে। প্রথম টি-২০ বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং পরের দুটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে। বাংলাদেশ গত ১৩ বছর ধরে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ২৬ ম্যাচ খেলেছে। কিন্তু জয়ের দেখা পায়নি এখনো। ঢাকা ছাড়ার আগে ওয়ানডে অধিনায়ক তামিম এবার সেই অধরা জয়ের দেখা মিলবে বলেন, ‘নিউজিল্যান্ডে কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছু না। নিউজিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, এবার চেষ্টা করব সেটা বদল করতে। আমরা আশাবাদী।’

সর্বশেষ খবর