শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আটলান্টার বিপক্ষে কষ্টের জয় রিয়ালের

আটলান্টার বিপক্ষে কষ্টের জয় রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদ। ১৬ বার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে ১৩ বার। এবার ১৪তম শিরোপা জয়ের পথে হাঁটছে। পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেও প্রথম লেগে ইতালিয়ান ক্লাব আটলান্টার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জিনেদিন জিদানের রিয়াল। ইতালিয়ান ক্লাবটি অবশ্য ১০ জন নিয়ে খেলেছে ম্যাচটি। ১৬ মার্চ দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলবে স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখে বহিষ্কার হন রেমো ফ্রয়লার। একজন কম নিয়ে খেললেও আটলান্টা দ্রুতগতির ফুটবল খেলে। ম্যাচটিতে অবশ্য রিয়ালের ইনফর্ম স্ট্রাইকার করিম বেনজামা খেলেননি। প্রতিপক্ষের একজন কম খেললেও সুবিধাটুকুকে কাজে লাগাতে বেগ পেতে হয়েছে রিয়ালের। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে ম্যাচের একমাত্র গোলটি করেন ৮৬ মিনিটে মঁদি। তিনি গোলটি করেন বাঁ পায়ের বাঁকানো শটে। 

সর্বশেষ খবর