শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে : পাইলট

‘নিউজিল্যান্ডের মাটিতে ব্যাটসম্যানদের লড়াই করতে হয়। বাংলাদেশের সাফল্য পেতে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে।’

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে : পাইলট

ফাইল ছবি

বুধবার নিউজিল্যান্ডে পৌঁছেই ‘রুমবন্দী’ হয়ে পড়েছেন তামিম, মাহমুদুল্লাহরা। এক সপ্তাহ রুমবদ্ধ থেকে অনুশীলনে নামবে টাইগাররা। পরের সপ্তাহে অনুশীলন করবেন তামিমরা নিজেদের মধ্যে। ২০ মার্চ ডুনেডিনে প্রথম ওয়ানডে খেলার আগে মাত্র ৫ দিন স্বাভাবিকভাবে অনুশীলন করবে টাইগাররা। বিশ্বের অন্যতম সেরা দলটির বিপক্ষে ময়দানি লড়াইয়ের আগে কোয়ারেন্টাইন পরীক্ষা দিতে হচ্ছে ক্রিকেটারদের। এই পরীক্ষায় পাস করে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা উইকেটে কেন উইলিয়ামসন, টেন্ট্র বুল্টদের মুখোমুখি হবেন। একই সঙ্গে লড়তে হবে সম্পূর্ণ  বৈপরীত্য পরিবেশের বিপক্ষে। টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম জয়ের স্বপ্ন দেখছেন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ নিতে। কিন্তু কাজটি কঠিন বলেছেন, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ টেস্ট এবং ৪টি ওয়ানডে খেলা পাইলট স্পষ্ট করে বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে।’ তাসমান সাগর পাড়ের প্রচ  বাতাসের বিপক্ষে বোলিং করা যেমন কঠিন, তেমনই দেশটির হার্ড ও বাউন্সি উইকেটে ব্যাটিং করাও কঠিন। সফরে সাফল্য পেতে সাবেক অধিনায়ক মনে করেন ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে, ‘নিউজিল্যান্ডের উইকেটে উপমহাদেশের বোলারদের বোলিং করা কঠিন। কিন্তু ব্যাটসম্যানদের আরও বেশি লড়াই করতে হয়। বাংলাদেশের সাফল্য পেতে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে।’

গত বছর টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা ছিল ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু করোনাভাইরাসের জন্য শেষ মুহূর্তে সফর স্থগিত করে। অদূর ভবিষ্যতে টেস্ট সিরিজ খেলবে দুই দেশ। এবার তিন ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গেছেন তামিম, মাহমুদুল্লাহরা। ৪০ দিনের সফরে টাইগাররা প্রথমেই খেলবে ওয়ানডে। ২০ মার্চ প্রথম ওয়ানডে। পরের দুটি ২৩ ও ২৬ মার্চ। টি-২০ সিরিজ শুরু ২৮ মার্চ। দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ যথাক্রমে ৩০ মার্চ ও ১ এপ্রিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ ওয়ানডে খেলে জয় ১০ এবং হার ২৫টি। ৭ টি-২০ ম্যাচের সবগুলোতেই হার। পরিসংখ্যানের বিচারে পরিষ্কার ফেবারিট উইলিয়ামসন বাহিনী। তার উপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলছেন গাপটিল, কনওয়েরা। পাঁচ ম্যাচ সিরিজের দুটিতেই জিতেছে ইতিমধ্যে। তাই আসন্ন সিরিজেও ফেবারিট স্বাগতিকরা।

 

 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসই দলকে সাহস জোগাবে। সাবেক অধিনায়ক পাইলট জানিয়েছেন, ক্রিকেটাররা পুরোপুরি পেশাদার বলে দায়িত্ব বেশি, ‘বাংলাদেশের ক্রিকেটাররা পুরোপুরি পেশাদার মানসিকতার। যে কোনো পরিস্থিতিতেই ভালো করার সামর্থ্য রাখতে হবে তাদের। আমি মনে করি, ক্রিকেটাররাও এটা জানেন। তাই নিউজিল্যান্ড সফরের পরিবেশ যেমনই হোক না কেন, সেখানেই খেলতে হবে পুরোপুরি লড়াই করতে হবে।’

করোনাকালে এই প্রথম দেশের বাইরে ক্রিকেট খেলতে গেল টাইগাররা। প্রথম সফরেই কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যারা ঘরের মাঠে এখনো অজেয়।                         

সর্বশেষ খবর