শিরোনাম
মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

কোয়ারেন্টাইন যন্ত্রণা শেষ

‘বাংলাদেশ দলের এমন সক্ষমতা আছে যে, যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি, সবাই যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, যে কোনো দলকে হারাতে পারি। সবাই আশাবাদী।’

ক্রীড়া প্রতিবেদক

কোয়ারেন্টাইন যন্ত্রণা শেষ

ক্রাইস্টচার্চের হোটেল রুম থেকে নিয়মিত ভিডিও আপলোড করছেন পেসার তাসকিন আহমেদ। কীভাবে একাকী রুমের মধ্যে ‘ওয়ার্ক আউট’ করছেন তা ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।

গতকাল কোয়ারেন্টাইনের ষষ্ঠ দিনের ভিডিও ফেসবুক ফ্যানপেজে আপলোড করে স্ট্যাটাসে লিখেছেন, ‘এখন যে অবস্থায় আছি তাতে কাক্সিক্ষত লক্ষ্যে এখনো পৌঁছাইনি। আরও সময় লাগবে। তবে আজকের ছোট ছোট কাজগুলোই তো আগামীকাল বড় ব্যবধান তৈরি করে দেবে।’

আজ শেষ হচ্ছে টাইগারদের যন্ত্রণার ‘কোয়ারেন্টাইন’! ভয়ংকর সাত দিন শেষে অষ্টম দিন থেকে ক্রিকেটীয় কর্মকান্ডে অংশ নিতে পারবেন ক্রিকেটাররা। আজ আরেকবার কভিড-১৯ টেস্ট হবে ক্রিকেটারদের। টেস্টে সবাই নেগেটিভ হলেই মুক্তি। গতকাল বিসিবিকে পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘যদি আমাদের সবার কভিড টেস্ট নেগেটিভ আসে তাহলে আমরা পরশু দিন (আগামীকাল) থেকে জিম ব্যবহার করতে পারব। আমরা মাঠে গিয়ে প্র্যাকটিস করতে পারব। আমি এটার দিকেই তাকিয়ে আছি। অনেকদিন হয়ে গেল, এগুলো যখনই শুরু হয়ে যাবে তখনই আশা করি আমাদের ফোকাসটা পুরোপুরি ক্রিকেটে ফিরে আসবে।’

কোয়ারেন্টাইন শেষে টাইগারদের প্রথম চ্যালেঞ্জ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। ক্রাইস্টচার্চ বলেই ২০১৯ সালের ১৫ মার্চের দুঃস্মৃতি তাড়া করতে পারে। আগের সফরে ক্রাইস্টচার্চে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ক্রিকেটাররা। এক শুক্রবারে মসজিদে যাওয়ার পথে দুর্ঘটনাস্থলের কয়েক শ গজ দূরে রাস্তায় নেমে দ্রুত হোটেলে ফেরেন টাইগাররা। তারপর সিরিজ স্থগিত রেখেই দেশে ফিরেছিলেন তামিমরা। এবার গিয়ে সেই দুঃস্বপ্নের শহরেই হোটেলে কোয়ারেন্টাইন করছেন ক্রিকেটাররা।

টাইগারদের আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে- কিউইদের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে এখনো কোনো জয় পায়নি বাংলাদেশ দল। এবার অবশ্য জয়ের চ্যালেঞ্জ নিয়েই নিউজিল্যান্ডে গেছেন তামিমরা। টাইগার ক্যাপ্টেন বলেন, ‘আমার এটা প্রথম বিদেশ সফর অধিনায়ক হিসেবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে আমাদের যে প্র্যাকটিস সেশন আছে সেখানে আমরা দল হিসেবে  তৈরি হতে পারব। সত্যি কথা আমি যা অনুভব করি, দলের সবার সঙ্গে কথা বলে যা অনুভব করেছি সবাই ভালো করতে চায় বাংলাদেশ দলের জন্য। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, দেখা যাক।’

তামিমের ভাষ্য, ‘আমি সবসময়ই বলি, বাংলাদেশ দলের এমন সক্ষমতা সবসময়ই আছে যে, যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি, সবাই যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, একসঙ্গে ভালো পারফর্ম করি, আমরা যেকোনো দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে ২০ মার্চ। ম্যাচটি হচ্ছে ডানেডিনে। তবে ক্রাইস্টাচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি হবে বাতাসের শহর ওয়েলিংটনে। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ২৮ মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয় ম্যাচটি নেপিয়ারে, শেষ ম্যাচ অকল্যান্ডে।

সর্বশেষ খবর