মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা-মোহনবাগান লড়াই ২০ মে

দক্ষিণ এশিয়া জোনে বসুন্ধরা সরাসরি খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ মালদ্বীপ মাজিয়া, ভারতের অ্যাথলেটিকো মোহনবাগান।

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা-মোহনবাগান লড়াই ২০ মে

পেশাদার ফুটবল লিগে প্রথম লেগ এখনো শেষ হয়নি। তবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করেছে। শেখ জামাল ধানমন্ডি যদি বাকি দুই ম্যাচে জিতে তারপরও ৬ পয়েন্ট পিছিয়ে থাকবে। ঢাকা আবাহনী এক ম্যাচ জিতলে কিংসের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকবে। দারুণ ছন্দে সুবিধাজনক অবস্থানে আছে আলোচিত কিংস। এখনো পুরো দ্বিতীয় লেগ বাকি আছে। তাই যতই সুবিধাজনক অবস্থানে থাকুক না কেন বসুন্ধরা শিরোপা জিতবেই তা এখনো বলার সময় আসেনি।

বসুন্ধরা হোঁচট খেয়েছে শুধুমাত্র শেখ জামাল ধানমন্ডির কাছে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সুবিধাজনক অবস্থানে থেকেও দ্বিতীয় পর্বে জ্বলে না ওঠায় মোহামেডান ও আবাহনীর শিরোপা হাত ছাড়ার রেকর্ড রয়েছে। তবে বসুন্ধরা কিংস যে গতিতে এগুচ্ছে তাতে তাদের অবস্থানের পরিবর্তন ঘটাতে অনেক অঘটন ঘটাতে হবে। সময় বলে দেবে সেই সম্ভাবনা কতটুকু? পুরো দলই উজ্জীবিত। রবসন, রাউল, ফার্নান্দেজ, শাফি চার বিদেশি যেন ম্যাজিক প্রদর্শন করছে। স্থানীয়রাও জ্বলে উঠছে।

টানা দ্বিতীয়বার লিগ জয়ের স্বপ্ন দেখছে ফুটবল কিং বসুন্ধরা কিংস। এর মধ্যে আবার তাদের এএফসি কাপেরও প্রস্তুতি নিতে হবে। মে মাসে শিডিউল বলে দ্বিতীয় লেগ চলা অবস্থায় রবসনদের আন্তর্জাতিক আসরে লড়াইয়ে নামতে হবে। এশিয়ান ফুটবলের অভিভাবক এএফসি গতকাল আসরের ভেন্যুর নামও ঘোষণা করেছে। মে মাসে মালদ্বীপে পর্দা উঠবে এএফসি কাপের। বসুন্ধরা টিম কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে বাফুফে চেয়েছিল সিলেটে আয়োজন করতে। ভারতও চেয়েছিল। মালদ্বীপকে বেছে নিয়েছে এএফসি। দক্ষিণ এশিয়া জোনে বসুন্ধরা সরাসরি খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ মালদ্বীপ মাজিয়া, ভারতের অ্যাথলেটিকো মোহনবাগান। বাকি দল নির্ধারিত হবে প্লে অফ ম্যাচে। ঢাকা আবাহনী প্লে-অফ ম্যাচ খেলবে। তারা পার হলে বসুন্ধরার গ্রুপেই খেলবে।

১৪ মে বসুন্ধরা প্রথম ম্যাচ মাজিয়ার বিপক্ষে। ১৭ মে প্লে অফ আসা দলের সঙ্গে। ২০ মে মোহনবাগানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ। দ্বিতীয় বারের মতো কিংস এএফসি কাপে খেলছে। গতবার করোনায় বাতিল হওয়া আসরে তারা ১টি ম্যাচই খেলেছিল। টিসি স্পোটর্সকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল।

 

সর্বশেষ খবর