বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

শেখ জামালের ড্রয়ের দিনে মোহামেডানের জয়

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামালের ড্রয়ের দিনে মোহামেডানের জয়

শিরোপা লড়াইয়ে টিকে থাকতে প্রথম লেগে শেষ দুই ম্যাচে শেখ জামালের জয় জরুরি হয়ে দাঁড়িয়েছিল। অথচ দুর্বল প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সঙ্গে ১-১ ড্র করে মূল্যবান দুই পয়েন্ট হারাল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সাবেক শিরোপাধারী দলটি। এখন ১১ ম্যাচে জামাল সংগ্রহ করল ২৩। অর্থাৎ শেষ ম্যাচে যদি মোহামেডানের হারাতে পারে ২৬ পয়েন্ট হবে। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় লেগ শুরু করবে শেখ জামাল। এতে করে শিরোপার পথটি তাদের কঠিন হয়ে গেল।

টানা চার ম্যাচ ড্রয়ের পর আগের ম্যাচেই জয় ফিরে এসেছিল শেখ জামাল। ফের ড্র করল রহমতগঞ্জের বিপক্ষে। আসলে সুলেমান কিংদের দুর্ভাগ্যই বলতে হয়। এক তরফা খেলেও মাঠ ছাড়তে হলো পয়েন্ট হারিয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। ৪৯ মিনিটে ভালিজনভ ওতাবোকের গোলে এগিয়ে যায় শেখ জামাল। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ২ মিনিট পরই সমতায় ফেরে রহমতগঞ্জ। ক্রিস রেমি গোলটি করেন। ম্যাচে ডাবল হলুদ কার্ড দেখায় শেখ জামালের সুলেমান সিল্লাহকে লালকার্ড দেখিয়ে রেফারি মাঠ ত্যাগ করান। ১২ ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ ১০ পয়েন্ট।

কুমিল্লায় ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ২-০ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। প্রথমার্ধে সুলেমান দিয়াবাতে ও দ্বিতীয়ার্ধে কুলিদিয়াতি গোলগুলো করেন। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে চারে উঠে এলো মোহামেডান।

সর্বশেষ খবর