বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

সেই আহমেদাবাদেই আবার ভারতের মুখোমুখি ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

সেই আহমেদাবাদেই আবার ভারতের মুখোমুখি ইংল্যান্ড

তাসমান সাগরের ওপাড়ে নিউজিল্যান্ডে টি-২০ সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। কিন্তু দলটির নজর এখন ভারতে। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আতিথেয়তা দিচ্ছে ভারত। খেলছে চার টেস্ট ম্যাচ সিরিজের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আজ আহমেদাবাদে সিরিজের শেষ টেস্ট খেলতে নামছে বিরাট কোহলির ভারত ও জো রুটের ইংল্যান্ড। এই টেস্ট যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সেই অপেক্ষায় টিম পেইনের অস্ট্রেলিয়া। যদি রুট বাহিনী হেরে যায়, তাহলে ফাইনাল খেলবে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদ টেস্টের জয় কিংবা হার- কোনো ফলই ফাইনালে নিতে পারবে না ইংল্যান্ডকে। তবে ফাইনাল খেলতে কোহলিদের হারলে চলবে না। ড্র করলেই হবে। এমন সমীকরণকে সঙ্গী করেই কোহলি ও রুট টস করতে নামবেন আজ। এবারের টেস্টটি লাল বলে হবে। একই ভেন্যুতে আগের টেস্ট ম্যাচ ছিল গোলাপি বলে। অক্সার প্যাটেলের ঘূর্ণি জাদুতে স্বাগতিক কোহলি বাহিনী মাত্র দুদিনেই জিতে নিয়েছিল টেস্ট।

গোলাপি বলে ব্যাটসম্যানদের নাভিশ্বাস উঠেছিল আহমেদাবাদ টেস্টে। আজ একই পিচে খেলা।

গোলাপি বলে ব্যাটসম্যানদের নাভিশ্বাস উঠেছিল আহমেদাবাদ টেস্টে। সমালোচনায় মুখর হয়ে উঠেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আজ একই পিচে খেলা। ভারতীয় অধিনায়ক কোহলি অবশ্য লাল বলে টেস্ট খেলার বিষয়ে শক্ত ডিফেন্সের উল্লেখ করেছেন, ‘লাল বলে টেস্ট খেলতে ডিফেন্স অনেক গুরুত্বপূর্ণ।’ ভারতীয় অধিনায়ক উইকেট ও বলের চেয়ে ক্রিকেটারদের স্কিলের দিকে গুরুত্ব দিয়েছেন, ‘স্পিনিং উইকেট নিয়ে একটু বেশিই আলোচনা হচ্ছে।

সর্বশেষ খবর