শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা
কাইরন পোলার্ড

ছয় বলে ৬ ছক্কার রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ছয় বলে ৬ ছক্কার রেকর্ড

৩.২ ওভার থেকে ৬ ওভার। ১৭ বলের মধ্যেই ক্রিকেটপ্রেমীরা দেখলেন একাধারে হ্যাটট্রিক এবং ছয় ছক্কা। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের প্রথমটিতে আকিলা ধনঞ্জয়া হ্যাটট্রিক করেছেন এবং তার পরের ওভারেই আবার ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড ছয় ছক্কা মেরে রেকর্ড বইকে সমৃদ্ধ করেছেন। শুধু টি-২০ ক্রিকেট নয়, ক্রিকেটের কোনো আসরেই এক ম্যাচে টানা দুই ওভারে হ্যাটট্রিক কিংবা ছয় ছক্কা হয়নি। শুধু তাই নয়, ‘হ্যাটট্রিকম্যান’ ধনঞ্জয়া এখন টি-২০ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলারও। ৪ ওভারে রান দিয়েছেন ৬২। আবার ম্যাচে সবচেয়ে বেশি ৮ ছক্কা খাওয়ার রেকর্ডও তার। পাওয়ার প্লেতে সর্বাধিক ৯৮ রান (৬ ওভার) উঠার রেকর্ডও হয়েছে ম্যাচটিতে। রেকর্ড সমৃদ্ধ ম্যাচটি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪ উইকেটে। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছিল ৯ উইকেটে ১৩১ রান। ওয়েস্ট ইন্ডিজ সেটা টপকে যায় ৪১ বল হাতে রেখে।

ক্যারিবীয় ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে এভিন লুইস, ক্রিস গেইল ও কেভিন পুরানকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ইতিহাসে যা ১৪ নম্বর হ্যাটট্রিক। তার স্বদেশি লাসিথ মালিঙ্গা দুবার এবং থিসারা পেরেরা একবার করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর