শিরোনাম
শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা
ভারতের লিড

পান্থের সেঞ্চুরির পর সুন্দরের ক্যারিশমা

ক্রীড়া ডেস্ক

পান্থের সেঞ্চুরির পর সুন্দরের ক্যারিশমা

আহমেদাবাদ টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর বাইশগজে গিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন রিশভ পান্থ। খেলেছেন ১০১ রানের অসাধারণ এক ইনিংস। ৬০ রানে অপরাজিত রয়েছেন ৮ নম্বরে ব্যাট করমে নামা ওয়াশিংটন সুন্দর। লেজের দুই ব্যাটসম্যানের ক্যারিশমায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় লিডের পথে ভারত। গতকাল দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৯৪ রান।

প্রথম দিন সফরকারীদের গুটিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল কোহলি বাহিনী। তবে দিন শেষ করেছিল ১ উইকেটে ২৪ রান তুলে। গতকাল খেলতে নেমে জিমি অ্যান্ডারসনের সুইং, স্টোকস ও লিচের নিয়ন্ত্রিত বোলিংয়ে একপর্যায়ে ১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। এর মধ্যেই স্বাাগতিক অধিনায়ক সাজঘরে ফেরেন শূন্য রানে। একা লড়াই করে রোহিত খেলেন ৪৯ রানের ইনিংস। ৬ উইকেট হারিয়ে দল যখন পথচ্যুত, তখনই আক্সার প্যাটেলকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ১১৩ রান যোগ করেন পান্থ। পান্থ ১০১ রানের ইনিংসটি খেলেন ওয়ানডে মেজাজে। ৭ নম্বরে ব্যাট করে ১১৮ বলের ইনিংসটিতে মারেন ১৩টি চার ও দুটি ছক্কা। ঘরে মাঠে এটা তার প্রথম এবং ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি।

২০১৯ সালে ওভালে ১১৪ রান করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। ক্যারিয়ার সেরা ১৫৯ রানের অপরাজিত ইনিংসটি চলতি বছর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সুন্দর অপরাজিত রয়েছেন ৬০ রানে। চতুর্থ টেস্ট ক্যারিয়ারে এটা তার তৃতীয় হাফসেঞ্চুরি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২০৫ রান।                 

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : প্রথম ইনিংস, ২০৫

ভারত : প্রথম ইনিংস, ২৯৪/৭, ৯৪ ওভার (রোহিত ৪৯, পুজারা ১৭, রাহানে ২৭, পান্থ ১০১, অশ্বিন ১৩, সুন্দর ৬০*, আক্সার ১১*। অ্যান্ডারসন ৩/৪০, স্টোকস ২/৭৩, লিচ ২/৬৬)।

সর্বশেষ খবর