শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা
টুকিটাকি
আইরিশ ক্রিকেটার করোনা আক্রান্ত

৩০ ওভার পর ম্যাচ বাতিল

৩০ ওভার পর ম্যাচ বাতিল

বায়ো-বাবলের মধ্যেই চট্টগ্রামে চলছিল বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড ‘এ’ দলের সিরিজ। গতকাল ছিল প্রথম ওয়ানডে ম্যাচ। ৩০ ওভার খেলা শেষ। এমন সময় হঠাৎ খবর আসে, মাঠে ফিল্ডিং করা আইরিশ ক্রিকেটার প্রিটোরিয়াস কভিড-১৯ পজিটিভ। সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ। বায়ো-বাবলে থাকলে নিয়মিত করোনা পরীক্ষা করাতে হয়। সেই রুটিন পরীক্ষার সময়ই আইরিশ ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। প্রিটোরিয়াসকে রাখা হয়েছে আইসোলেশনে।

করোনা পজিটিভ খবর পাওয়ার আগে গতকাল ৪ ওভার বোলিং করেছেন আইরিশ পেসার প্রিটোরিয়াস। একটি উইকেটও নিয়েছেন তিনি।

হঠাৎ এমন খবরে অবাক বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। ধারণা করছেন কভিড-১৯ ফল ভুলও হতে পারে। মিডিয়াকে তিনি বলেছেন, ‘ওরা এখানে আসার পর ওদের একজন ক্রিকেটারের পজিটিভ এসেছিল। তাকে ২৪ ঘণ্টা আলাদা রাখা হয়েছিল। পরের পরীক্ষায় নেগেটিভ আসে। এবারও তেমন কিছু হতে পারে। যে ক্রিকেটারের পজিটিভ এসেছে, তার কোনো লক্ষণই নেই। হাঁচি-কাশি-জ্বর, কিছুই নেই। কিছু থাকলে তো বোলিং করতে পারত না। একদম ঠিক আছে সে।’

বিসিবি থেকে জানানো হয়েছে, পুনরায় সবার কভিড-১৯ পরীক্ষা করে তারপর দ্বিতীয় ম্যাচ আয়োজন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর