রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

সালাম মুর্শেদীর হার

মোহামেডানের নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

সালাম মুর্শেদীর হার

বাফুফে চার মেয়াদে টানা নির্বাচিত সিনিয়র সহসভাপতি। কাজী সালাউদ্দিনের পাশে আবদুস সালাম মুর্শেদীর নামও ইতিহাস হয়ে গেছে। অথচ ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের ১৬ জন পরিচালক পদে নির্বাচনে জিততে পারেননি মোহামেডানে খেলেই তারকাখ্যাতি পাওয়া সালাম। ১৬ পদে লড়াই হয়েছিল ২০ জনের। এখানেই কি না তিনি ফেল করলেন। হেরেছেন হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল, জনপ্রিয় মহিলা সংগঠক ও সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন্নাহার ডানা সেই সঙ্গে মোস্তাকুর রহমানেরও আশা-নিরাশায় পরিণত হয়েছে। নতুন সভাপতি জেনারেল (অব.) আবদুল মুবীনের সঙ্গে কমিটিতে পরিচালক হিসেবে থাকছেন শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি, মাহবুব-উল- আনাম, গোলাম আলমগীর, সিদ্দিকুর রহমান, মোস্তফা কামাল,  মইনউদ্দিন হাসান রশিদ, মাসুদুজ্জামান, এজিএম সাব্বির, কাজী ফিরোজ রশিদ এমপি, ইকরামুল হক, মনজুর আলম, খোজেস্তা-নূর-ই-নাহরিক, আবু হাসান চৌধুরী প্রিন্স, কবির আহমেদ, হানিফ ভূঁইয়া ও জামাল রানা। নির্বাচনের আগে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর