রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নেপালে তিন জাতি ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্ব দ্বিতীয় লেগের বাকি তিন ম্যাচ অনিশ্চিত। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অংশ গ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত তা বোধ হয় কাটতে যাচ্ছে। চলতি মাসেই জাতীয় দল মাঠে নামবে। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনফা জানিয়েছে তারা ২২-৩০ মার্চ পর্যন্ত তিন জাতি ফুটবল টুর্নামেন্ট করবে। নেপাল, কিরগিজস্থান ও বাংলাদেশ আসরে অংশ নেবে। ফিফা স্বীকৃত এ টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে।

পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে। প্রথমে পোখরাতে হওয়ার কথা থাকলেও ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে দশরথ স্টেডিয়ামকে। তালিকায় বাংলাদেশের নাম থাকলেও বাফুফে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে খেলার সম্ভাবনা বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর