সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

শেষ ওভারে জয় সাইফদের

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে ৩০ ওভার খেলা হওয়ার পর ম্যাচ পন্ড হয়ে গিয়েছিল। আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়া করোনায় আক্রান্ত হন। যদিও দুই দলই বায়ো বাবলের মধ্যেই আছে। তারপরও প্রথম ওয়ানডের দিন কভিড টেস্ট হাতে পাওয়ার আগে মাঠে নেমে পড়ে দুই দল। ম্যাচের ৩০ ওভার হওয়ার পর টেস্টে রিপোর্ট হাতে আসে। দেখা যায় প্রিটোরিয়াস আক্রান্ত। সঙ্গে সঙ্গেই খেলা বাতিল করা হয়। আইরিশ ক্রিকেটার আইসোলেশনে রাখা হয়েছিল।  পরের টেস্টেই দেখা যায়, প্রিটোরিয়াস করোনা মুক্ত। সেই তারকাই গতকাল ব্যাট হাতে খেলেন ৯০ রানের ইনিংস। প্রিটোরিয়াসের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৬৩ রান করে আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শেষ ওভারে জিতে যায় সাইফ হাসানের বাংলাদেশ দল।

দলের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন। এই সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং।

স্কোর কার্ড

আয়ারল্যান্ড ‘এ’ : ২৬৩/৭ (৫০ ওভার) (প্রিটোরিয়াস ৯০, ম্যাককালাম ৪১, স্টিফেন ৩৭; রকিবুল ২/৩৯, সুমন ২/৫১)।

বাংলাদেশ ইমার্জিং : ২৬৫/৬ (৪৯.৪ ওভার) (জয় ৬৬, শামীম ৫৩*, সাইফ ৩৬; হোয়াইট ২/৪৫, শেন ১/১৫)।

ফল : বাংলাদেশ ইমার্জিং ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : শামীম হোসেন।

সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর