মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

হেনার দাপটে ফাইনালে নীল দল

হেনার দাপটে ফাইনালে নীল দল

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মহিলা ক্রিকেটাররা নিজেদের মেলে ধরছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঘাসের উইকেটে ব্যাটিংয়ের তুলনায় বোলিংটা ভালো করছেন ক্রিকেটাররা। প্রথম ম্যাচে বাঁ হাতি পেসার ফারিহা তৃষ্ণা নিয়েছিলেন ৬ উইকেট। গতকাল বাংলাদেশ ‘নীল’ দলের পক্ষে দুরন্ত বোলিং করেছেন মুমতা হেনা হাসনাত। তার দুর্দান্ত বোলিংয়ে নীল দল ৯ উইকেটের পর্বতসমান ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘সবুজ’ দলকে। প্রথম ম্যাচে নীল দল ১০ উইকেটে হারিয়েছিল লাল দলকে।

টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ গেমসের ফাইনালে উঠেছে সালমা খাতুনের নীল দল। ম্যাচসেরা মুমতা ১০ ওভারের স্পেলে ২২ রানের খরচে নেন ৪ উইকেট। প্রথমে ব্যাট করে সবুজ দল ৩৯.৫ ওভারে ৮৩ রান করে। সর্বোচ্চ ১৯ রান করেন শারমিন সুলতানা। তৃষ্ণা ৮ রানে ১টি, সালমা ও জাহানারা ২টি করে উইকেট নেন। ৮৪ রানের টার্গেটে ২২.৩ ওভারেই জয় তুলে নেয় নীল দল। সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত থাকেন শামীমা। এছাড়া মুর্শিদা ২৪ ও ফারজানা ২১ রানে অপরাজিত থাকেন।     

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ সবুজ : ৮৩/১০, ৩৯.৫ ওভার (শারমিন ১৯, সানজিদা ১৪, রুমানা ১২, দিশা ১২। জাহানারা ২/২৬, তৃষ্ণা ১/৮, সালমা ২/৮, মুমতা হেনা ৪/২২)।

বাংলাদেশ নীল : ৮৫/১, ২২.৩ ওভার (মুর্শিদা ২৪*, শামিমা ৩০*, ফারজানা ২১। মেঘলা ১/১৫)।

সর্বশেষ খবর