মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশের টার্গেট শিরোপা

২৩ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক নেপাল ও বাংলাদেশের জাতীয় দল। কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দল আসরে অংশ নেবে। ১৩ মার্চ দল ঘোষণা হবে। এরপর স্বল্পদিনের প্রস্তুতি নিয়ে নেপাল উড়ে যাবে ১৮ মার্চ। গতকাল সংবাদ সম্মেলনে ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি নাবিল আহমেদ এমপি জানান, টুর্নামেন্টে টার্গেট শিরোপা। ফিফা স্বীকৃতি বলে টুর্নামেন্টটি আন্তর্জাতিক পর্যায়ে। যদিও কঠিন তবু বাংলাদেশ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বলে নাবিল জানান।

লিগের পারফরম্যান্স দেখেই স্কোয়াড ঘোষণা করা হবে।

কোচ জেমি তারকাদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। নাবিব নেওয়াজ জীবন আহত। জামাল ভূঁইয়াও খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। তাই একাধিক নতুন মুখের দেখা মিলতে পারে। কেউ কেউ আবার জাতীয় দলে ফিরতে পারেন। বিশ্বকাপ বাছাই পর্বের আগে খেলোয়াড়দের ঝালাই করে নিতে চান কোচ।

সর্বশেষ খবর