বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

লিগের শীর্ষে ইন্টার

ক্রীড়া ডেস্ক

লিগের শীর্ষে ইন্টার

ইতালিয়ান সিরি এ লিগে জুভেন্টাসের একক আধিপত্য শেষ করার পথে অনেকটাই এগিয়ে গেছে ইন্টার মিলান। চলতি মৌসুমে তারা ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে। এর আগে টানা ৯বার সিরি এ লিগ জয় করেছে জুভেন্টাস। কিন্তু চলতি মৌসুমে শিরোপার লড়াই থেকে অনেকটাই  পেছনে পড়ে গেছে ওল্ড লেডিখ্যাত দলটি। ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে তারা তিন নম্বরে অবস্থান করছে। লিগের দুইয়ে আছে এসি মিলান (২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট)।

গত সোমবার ইতালিয়ান সিরি এ লিগের ম্যাচে ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে আটলান্টাকে। ইন্টারের পক্ষে জয়সূচক গোলটি করেন মিলান স্ক্রিনিয়ার।

এই নিয়ে ইন্টার মিলান চলতি মৌসুমে লিগে ১৯ ম্যাচ জয় করল। ৫ ম্যাচে ড্র করেছে তারা। হেরেছে কেবল ২টিতে। গোল করার দিক দিয়েও এবার ইন্টার মিলান শীর্ষে আছে। সবমিলিয়ে ৬৩ গোল করেছে তারা। ৬০ গোল করে দুইয়ে আছে আটলান্টা। জুভেন্টাস ও রোমা ৫১টি করে গোল করে যৌথভাবে তিনে অবস্থান করছে। গোলদাতার তালিকায় শীর্ষে আছেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো (২০ গোল)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর