বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা
চ্যাম্পিয়ন্স লিগ

জিতেও রোনালদোদের বিদায়

ক্রীড়া ডেস্ক

জিতেও রোনালদোদের বিদায়

‘মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ’ নামে পরিচিত রোনালদো। রিয়াল মাদ্রিদে জিদানের অধীনে খেলে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন তিনি। কিন্তু জুভেন্টাসে কোনোভাবেই সুবিধা করতে পারছেন না রোনালদো। গতবারের মতো এবারেও শেষ ষোলো থেকেই বিদায়। মঙ্গলবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। প্রথম লেগে পোর্তোর মাঠে ২-১ গোলে হেরেছিল। দুই লেগ মিলে গোল ব্যবধান দাঁড়ায় ৪-৪। অ্যাওয়ে গোলের হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় পোর্তোর। জিতেও বিদায় নিতে হলো রোনালদোদের। ম্যাচের ৪৯ ও ৬৩ মিনিটে ফেডেরিকো চিয়েসা দুটি গোল করেন জুভেন্টাসের পক্ষে। ১১৭ মিনিটে একটি গোল করেন আদ্রিয়েন। অন্যদিকে সার্জিও অলিভেইরা ১৯ ও ১১৫ মিনিটে দুটি গোল করেন পোর্তোর পক্ষে।

ম্যাচের ৫৪ মিনিটে মেহদি তারেমি লাল কার্ড পেলে ১০ জনের দল নিয়ে খেলে পোর্তো। কিন্তু এই সুবিধা কাজে লাগাতে পারেননি রোনালদোরা। পরাজিত হয়েও ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পোর্তো। সেবার শেষ আটের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়েছিল পর্তুগিজ ক্লাবটি। শেষ ষোলো খেলে বিদায় নেওয়ার পর জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো বলেছেন, ‘এই ম্যাচটা ছিল রোনালদোর।’ কিন্তু রোনালদো ম্যাচটা নিজের করে নিতে পারেননি।

এদিকে গত মঙ্গলবার জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে। প্রথম লেগে ডর্টমুন্ড ৩-২ গোল পেয়েছিল। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে ডর্টমুন্ড।

 

পরিসংখ্যান

পোর্তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ১৪টি অ্যাওয়ে ম্যাচে জয়হীন। এর মধ্যে ৪টিতে ড্র করেছে। বাকি ১০টিতেই হেরেছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের প্রথম লেগে নিজেদের মাঠে জিতে ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো পরের রাউন্ড নিশ্চিত করল পোর্তো। সেবার ফরাসি ক্লাব লিওকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল তারা।

২০১৬ সালের মার্চে বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলে দুই লেগে ৬-৪ ব্যবধানে হেরেছিল জুভেন্টাস। নকআউট পর্বে এরপর সর্বোচ্চ গোল করল এবার। কিন্তু তারা পরের রাউন্ড নিশ্চিত করতে পারল না।

পোর্তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ১৪টি অ্যাওয়ে ম্যাচে জয়হীন। এর মধ্যে ৪টিতে ড্র করেছে। বাকি ১০টিতেই হেরেছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের প্রথম লেগে নিজেদের মাঠে জিতে ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো পরের রাউন্ড নিশ্চিত করল পোর্তো। সেবার ফরাসি ক্লাব লিওকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল তারা।

২০১৬ সালের মার্চে বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলে দুই লেগে ৬-৪ ব্যবধানে হেরেছিল জুভেন্টাস। নকআউট পর্বে এরপর সর্বোচ্চ গোল করল এবার। কিন্তু তারা পরের রাউন্ড নিশ্চিত করতে পারল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর