শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

অনুতপ্ত পোলার্ড ক্ষমা চাইলেন

ক্রীড়া ডেস্ক

অনুতপ্ত পোলার্ড ক্ষমা চাইলেন

ক্রিকেট ভদ্রলোকের খেলা! কিন্তু এখানেই মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যাতে বিতর্ক তৈরি হয়। অ্যান্টিগায় গত বুধবার ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা ম্যাচে এক বিতর্কিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ক্যারিবীয় দলপতি কাইরন পোলার্ড। ম্যাচের ২২তম ওভারের ঘটনা। পোলার্ডের বল ডিফেন্স করে রান নিতে গিয়ে আটকে যান লঙ্কান ব্যাটসম্যান গুনাথিলাকা। পোলার্ডকে আসতে দেখে দ্রুত ক্রিজে ফেরার সময় বল তার পায়ে লেগে সরে যায়। ক্যারিবীয় দলপতি বল ধরতে বাধার মুখে পড়েন। আবেদন করার পর থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন।

‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হচ্ছে, কেউ যদি ফিল্ডিং দলের কাউকে ইচ্ছাকৃতভাবে বাধা দেয় তাহলে আউট।  তবে অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাক্রমে বাধার সৃষ্টি হলে আউট হবে না। কিন্তু গুনাথিলাকাকে আউট দিলেও পোলার্ড পরে ভিডিওতে দেখেন সেখানে লঙ্কান ব্যাটসম্যানদের কোনো দোষ ছিল না। তাই নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।

গুনাথিলাকা জানিয়েছেন, ‘তিনি (পোলার্ড) ক্ষমা চেয়েছেন। আমাকে বলেছেন, ওই সময় তিনি সঠিকভাবে দেখেননি। ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি কিছুই করিনি।’

সর্বশেষ খবর