বুধবার, ১৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

দল গোছানোই চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

দল গোছানোই চ্যালেঞ্জ

লক্ষ্য অবশ্যই শিরোপা। তবে এ নিয়ে ফুটবলারদের চাপে রাখতে চাই না। কথাগুলো বলছিলেন, জাতীয় দলের কোচ জেমি ডে। আগামী ২৩ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। আগামীকাল জাতীয় দল ঢাকা ছাড়বে। গতকাল আসর ঘিরে বাফুফের ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কোচ জেমি ডে বলেন, ‘নেপালে যে টুর্নামেন্ট হচ্ছে তাতে আমাদের শিরোপা জেতার সামর্থ্য রয়েছে। তবে ফুটবলারদের কোনোভাবে এমন চাপে রাখব না যে তোমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। আসলে নেপালের খেলার মূল উদ্দেশ্য জুন মাসে বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচের জন্য ঝালাই করে নেওয়া।’

জেমি আক্ষেপ করে বলেন, ‘তিন ম্যাচই বাংলাদেশে হওয়ার কথা। আফগানিস্তানের আপত্তিতে এএফসি কাতারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এটাও ঠিক ঘরের মাঠে খেললে খুব যে ভালো খেলতাম তাও বলব না। তবু নিজ দর্শক ও মাঠ এই সুবিধাটা পেতাম। কাতারে খেলা আমাদের জন্য বড্ড কঠিন হয়ে গেল। তাই নেপালে পরীক্ষা-নিরীক্ষা করে জুনে দল সাজাতে পারব। এখানে দল গোছানোটাই মূল লক্ষ্য।’

২৩ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল। ২৭ মার্চ নেপালের বিপক্ষে ম্যাচ। দলে আরও একজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশের জুয়েলকে নেওয়া হয়েছে। এদিকে জামাল ভূঁইয়া প্রথম ম্যাচে মাঠে নামার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। তিনি ঢাকায় এসে ময়মনসিংহে যাবেন দাদির কবর জিয়ারত করতে। এরপর ২৩ মার্চ নেপাল যাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর