শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

ম্যানসিটির দুরন্ত জয়

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটির দুরন্ত জয়

ফিরতি লেগেও সহজ জয়। প্রথম লেগে বুদাপেস্টের ফ্রেঞ্জ পুসকাস মাঠে ২-০ গোলে জয়। পরশু রাতে একই মাঠে ২-০ গোলে জিতেছে। হোম এন্ড অ্যাওয়ে-দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটি ৪-০ ব্যবধানে জার্মানির ক্লাব বুরুশিয়া মঞ্চেনগ্লাডবাখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যান সিটি। এ নিয়ে টানা চার মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে উঠেছে ইংলিশ জায়ান্টরা। পেপ গার্ডিওলার দলটিকে দ্বিতীয় লেগে জয় উপহার দেন কেভিন ডি ব্রুইন ও ইলকাই গিনদোয়ান। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যান সিটির নিজস্ব মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে। কিন্তু কভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করায় শেষ মুহূর্তে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় বুদাপেস্টে। প্রথম লেগও এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল বুদাপেস্টে। ঘরের মাঠে খেলা না হলেও শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে গার্ডিওলার দল। ১২ মিনিটে এগিয়ে যায় ম্যান সিটি। রিয়াদ মাহরেজের পাসে বল ধরে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান ১-০ করেন বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইন। ছয় মিনিট পর ১৮ মিনিটে ব্যবধান ২-০ করে সেরা আট নিশ্চিত করে ম্যান সিটি। মাঝমাঠ থেকে বল নিয়ে ফোডেন পাস দেন ডি-বক্সের সামনে। বল ধরে ডি বক্সের ভিতর থেকে আড়াআড়ি শটে গোল করেন গিনদোয়ান। সব মিলিয়ে চলতি মৌসুমে গিনদোয়ানের এটা ১৫তম গোল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর