শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা
প্রথম ওয়ানডে ডানেডিন

ভালো কিছু করার জন্য মুখিয়ে ক্রিকেটাররা

তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

ভালো কিছু করার জন্য মুখিয়ে ক্রিকেটাররা

‘আগে যতবার এসেছি, তার চেয়ে আমাদের পেস বোলিং এবার ভালো। তবে মাঠে ভালো করতে হবে।’

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে এখনো কোনো জয় পায়নি বাংলাদেশ। এবার পুরনো ব্যর্থতাকে পাথরচাপা দিয়ে নতুন ইতিহাস রচনা করতে ক্রিকেটাররা বিশ্বাসী বলে জানান টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘আগে যতবার এসেছি, তার চেয়ে আমাদের পেস বোলিং এবার ভালো। তবে মাঠে ভালো করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিদেশ সফরগুলোতে নিজের ওপর বিশ্বাস রাখা। এ দলের ওপর বিশ্বাস আছে, তারা কিছু করতে চায়। সেটাই আমি আশা করছি। ভালো কিছু করার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটাররা।’

১৯৯০ সাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ৩৫ ওয়ানডে খেলে টাইগারদের জয় ১০টি। নিউজিল্যান্ডের মাঠে ১৩ ওয়ানডে খেলেও জয়ের স্বাদ পায়নি। তাই অপয়া ‘১৩’ সংখ্যাকে চাপা দিয়ে উৎসব উচ্ছ্বাসে মেতে উঠতে চাইছেন তামিমরা। আজ ডানেডিনে তৃতীয়বারের মতো খেলবেন টাইগাররা। আগের দুই ম্যাচে তামিম খেলেছিলেন একজন সাধারণ সদস্য হয়ে। আজ অধিনায়ক হিসেবে খেলছেন। প্রথম ম্যাচ ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি। ১৮৩ রান করে ম্যাচটি টাইগাররা হেরেছিল ৫ উইকেটে। দ্বিতীয়বার খেলেছিল ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি। হেরেছিল ৮৮ রানে। দুই ম্যাচেই তামিমের ব্যাটে রান হয়নি। ১ ও ০ করেছিল। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে তামিম বাহিনী পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছেন।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ : তামিম (অধিনায়ক), লিটন, শান্ত, মিথুন, মুশফিকুর (কিপার), মাহমুদুল্লাহ, সৌম্য, সাইফুদ্দিন, মিরাজ, মুস্তাফিজ, হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড : লাথাম (অধিনায়ক), গাপটিল, নিকলস, কনওয়ে, উইল ইয়াং, জেমস নিশাম, ডেরিল মিচেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট।

সর্বশেষ খবর