সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

দুঃস্বপ্ন ভুলে ক্রাইস্টচার্চে ভালো কিছুর আশা

ক্রীড়া প্রতিবেদক

ডানেডিনের দুঃসহ হারের তিক্ত স্বাদ নিয়ে তামিম ইকবালরা এখন ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চের জনসংখ্যা প্রায় ৪ লাখ। ঘন ঘন ভূমিকম্প হয় বলে শহরটিকে ‘ভূমিকম্পের শহর’ বলা হয়। ক্রাইস্টচার্চ আবার টাইগারদের দুঃস্বপ্নের শহরও। ২০১৯ সালে এখানে সন্ত্রাসীদের হামলা থেকে সামান্যের জন্য বেঁচে যান তামিমরা। এরপর টেস্ট না খেলেই দেশে ফিরেন ক্রিকেটাররা। দুই বছর পর ফের তামিমরা এখন ক্রাইস্টচার্চে।

আগামীকাল এখানে বাংলাদেশ সময় সকাল ৭টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবেন তামিমরা। ডানেডিনের ব্যাটিং ব্যর্থতা ভুলে ক্রিকেটাররা রানে ফিরতে চাইছেন দ্বিতীয় ওয়ানডেতে। প্রথম ওয়ানডেতে অভিষেকেই ৯৪ মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে আলোচিত মেহেদি হাসান স্পষ্ট করেই জানিয়েছেন প্রথম ওয়ানডের দুঃস্বপ্ন ভুলে যেতে চান তারা, ‘আমাদের দলটা আসলে এরকম না। প্রথম ম্যাচ একটা খারাপ দিন ছিল। কেউ ভালো করতে পারেনি। তাই আমরা ভুলে যেতে চাই। সামনে ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। ইনশাআল্লাহ ভালো হবে। টিম কম্বি^নেশন অনুযায়ী পারফর্ম করলে রেজাল্ট ভালো হবে।’

নিউজিল্যান্ডে কখনোই জিতেনি। এবার তামিমরা সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে চেয়েছিলেন। কিন্তু ডানেডিনে ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বপ্নই রয়ে যায়। নিউজিল্যান্ডের বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায়। সেটা টপকে যায় ২ উইকেট হারিয়ে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্ক ওভালে দিবা-রাত্রির ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে স্কোর বোর্ডে রান সংগ্রহ করতে হবে বলেন মেহেদি, ‘যদি ২৮০ বা ২৬০-২৭০ করা যায়, তাহলে ওদের বিপক্ষে তা ডিফেন্ড করা যাবে।

 ব্যাটসম্যান আমরা যারা আছি, সবারই দায়িত্ব আছে একটি ভালো স্কোর দাঁড় করানোর জন্য।’ ক্রাইস্টচার্চে দুই দল এখন পর্যন্ত তিনবার পরস্পরের মুখোমুখি হয়েছে। হ্যাগলি পার্ক ওভালে ২০১৬ সালে হেরেছে ৭৭ রানে এবং ২০১৯ সালে ৮ উইকেটে। ২০১০ সালে ম্যাচ খেলেছিল ল্যাঙ্কাস্টার পার্কে। সেখানে হেরেছিল ৩ উইকেটে। ল্যাঙ্কাস্টার পার্কে সর্বশেষ ওয়ানডে হয়েছিল ২০১১ সালে।   

সর্বশেষ খবর