মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা
জেসন হোল্ডার

ক্যারিশম্যাটিক বোলিং

ক্যারিশম্যাটিক বোলিং

টি-২০ ও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টেস্টে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় দুই টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ক্যারিবীয়রা। দুই পেসার জেসন হোল্ডার ও কেমার রোচের বিধ্বংসী বোলিংয়ে ১৬৯ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। হোল্ডার ক্যারিশম্যাটিক বোলিং করে নিয়েছেন ৪৬ টেস্ট ক্যারিয়ারের অষ্টমবারের মতো ৫ বা ততোধিক উইকেট। স্বাগতিকরা দিন পার করে বিনা উইকেটে ১৩ রান তুলে। বাংলাদেশ সফর করেননি হোল্ডার।

তখন নেতৃত্ব হারান। অধিনায়কত্ব হারালেও তার বোলিংয়ের ধার কমেনি একটুও। রোচকে নিয়ে উইকেটে ঝড় তুলেন। ১৭.৪ ওভারের স্পেলে ২৭ রানের খরচে নেন ৫ উইকেট। রোচ নেন ৩ উইকেট। সফরকারী শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন লাহিরু থিরিমানে।           

সংক্ষিপ্ত  স্কোর :

শ্রীলঙ্কা : ১৬৯/১০, ৬৯.৪ ওভার  (করুনারতেœ ১২, থিরিমান্নে ৭০, ধনাঞ্জয়া ১৩, ডিকভেলা ৩২,। রোচ ৩/৪৭, কর্নওয়াল ১/২৫, হোল্ডার ৫/২৭)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৩/০, ১৩ ওভার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর