বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

আত্মঘাতী গোলেই বাজিমাত

বাংলাদেশ ১ : কিরগিজস্তান ০

ক্রীড়া প্রতিবেদক

আত্মঘাতী গোলেই বাজিমাত

‘যে কোনো জয়ই খুশির। তবে আমাদের জেতা উচিত ছিল ৩/৪ গোলে। সোহেল রানা সহজ সুযোগ নষ্ট করেছেন। মতিন মিয়া জ্বলে উঠলেও নিজের কাছে বল রাখায় সময় নষ্ট হচ্ছিল। ফুটবলারদের বার বার বলছি তোমরা পজিশন অনুযায়ী খেল।’

অনেকদিন পর দেশের বাইরে জয় পেল বাংলাদেশ জাতীয় দল। গতকাল কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে ত্রিদেশীয় ফুটবলে বাংলাদেশ ১-০ গোলে হারায় কিরগিজস্তান অলিম্পিক দলকে। ২৯ মিনিটে সাদ উদ্দিনের ক্রস সামলাতে গিয়ে কিরগিজ ডিফেন্ডার কুমারবাজ নিজেদের জালে বল জড়িয়ে দেন। ব্যবধান আরও বড় হতে পারত। সহজ সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় তা আর সম্ভব হয়নি। আত্মঘাতী গোলে উদ্বোধনী ম্যাচ জিতেই বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেল। ২৭ মার্চ নেপালের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। কোচ জেমি ডে বলেছেন, টুর্নামেন্টে তার টার্গেট হলো দলকে গুছানো।

জুনে বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এখান থেকেই ফুটবলারদের পারফরম্যান্স যাচাই করবেন তিনি। কোচ যা বলেছেন, তা প্রথম ম্যাচেই প্রমাণ দিলেন। শুরুতে একাদশে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া না থাকলেও দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হয়। সঙ্গে আরও দুজনকে। পরে আরেকজন। চার পরিবর্তনেই বোঝা যায়, তিনি শিষ্যদের পরীক্ষা করছেন।

তবে এই জয়ের পরও জেমি খুশি হতে পারেননি। তিনি বলেন, ‘যে কোনো জয়ই খুশির। তবে আমাদের জেতা উচিত ছিল ৩/৪ গোলে। সোহেল রানা সহজ সুযোগ নষ্ট করেছেন। মতিন মিয়া জ্বলে উঠলেও নিজের কাছে বল রাখায় সময় নষ্ট হচ্ছিল। ফুটবলারদের বার বার বলছি তোমরা পজিশন অনুযায়ী খেল। অথচ কেন জানি তা পারছে না। যাক জয়ে আমি ফাইনালের স্বপ্ন দেখছি। তবে মনে রাখতে হবে পরবর্তী ম্যাচটা স্বাগতিক নেপালের বিপক্ষে।’

এমনিতেই তারা শক্তিশালী প্রতিপক্ষ। ২০১৭ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের স্বপ্ন চুরমার করে দিয়েছে। ঘরের মাঠে তারা তো বরাবরই ফেবারিট। সুতরাং ম্যাচ জিততে হলে সেরাটাই খেলতে হবে। ছেলেরা শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী। আমি বলব, আমাদের সেই সামর্থ্য আছে। এখন বাকি দুই ম্যাচ জিততে হবে। ভালো খেললেই তা সম্ভব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর