বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

সেঞ্চুরির পর নাসিরের ৪ উইকেট শিকার

ক্রীড়া ডেস্ক

সেঞ্চুরির পর নাসিরের ৪ উইকেট শিকার

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন এবারের জাতীয় লিগ শুরু করলেন সেঞ্চুরি দিয়ে। গতকাল ৯৩ রানে দিন শুরু করেন তিনি। ইনিংস শেষ করেন ১১৫ রান করে। কেবল সেঞ্চুরিতেই থেমে যাননি নাসির। বল হাতে ঢাকার দ্বিতীয় ইনিংসে চারটি উইকেটও শিকার করেন।

ঢাকার প্রথম ইনিংসে করা ৩৬৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে রংপুর ২৩০ রান করে। এরপর ঢাকাকে মাত্র ১২৮ রানেই আটকে দেন নাসিররা। অধিনায়ক নাসির ঢাকার দ্বিতীয় ইনিংসে মাত্র ২১ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন। এছাড়াও সোহরাওয়ার্দী শুভ ৩টি ও মাহমুদুল ২টি উইকেট শিকার করেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৫ রানে দুই উইকেট হারায় রংপুর। জয়ের জন্য আরও ২২৯ রান প্রয়োজন নাসিরদের। অন্যদিকে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ৮টি উইকেট। রংপুরের সোহরাওয়ার্দী শুভ ১২ ও মাহমুদুল হাসান ৪ রানে ব্যাটিং করছেন। নাসির এবারেও ব্যাট হাতে দারুণ কিছু করতে পারলে ম্যাচটা জিতে যেতে পারে রংপুর। জাতীয় লিগে জয়ের পথে ছুটছে খুলনা, ঢাকা মেট্রোপলিটন এবং চট্টগ্রাম।

সর্বশেষ খবর