শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঢাকা-খুলনার দুরন্ত জয়

দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে ৮৮ রানের দারুণ জয় পেয়েছে রাজশাহী। শেষ দিনে রাজশাহীর দরকার ছিল ১৩৬ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু ৪৭ রান যোগ করেই অলআউট রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা-খুলনার দুরন্ত জয়

জাতীয় লিগের শেষ দিনটি ছিল রোমাঞ্চকর। দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা মেট্রো।

বিকেএসপির চার নম্বর মাঠে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে ৮০ রানে জিতেছে ঢাকা।

শেষ দিনে রংপুরের প্রয়োজন ছিল ২২৯, হাতে ছিল আট উইকেট। শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ১৮৩ রানে। দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা নাজমুল অপু।

প্রথম স্তরের আরেক ম্যাচে সিলেট রীতিমতো উড়িয়ে দিয়েছে খুলনা বিভাগ। তুলে নিয়েছে ৮ উইকেটের দারুই এক জয়।

প্রথম ইনিংসে খুলনা করেছিল ৩৭৫ রান। জবাবে ১৩৪ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে সিলেট। দ্বিতীয় ইনিংসে জাকিরের সেঞ্চুরিতে ৩০৮ করে তারা। খুলনার লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৮ রান। দুই উইকেট হারিয়েই জিতে যায় খুলনা। তবে ১৪০ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন সিলেটের জাকির।

দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে ৮৮ রানের দারুণ জয় পেয়েছে রাজশাহী। শেষ দিনে রাজশাহীর দরকার ছিল ১৩৬ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু ৪৭ রান যোগ করেই অলআউট রাজশাহী।

দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে স্বাগতিক বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন মেট্রোর শহিদুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর