শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

টিটি লিগে চ্যাম্পিয়ন শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে শিরোপার উৎসব করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। টেবিল টেনিস প্রিমিয়ার লিগে হারানো গৌরব উদ্ধার করেছে দেশের জনপ্রিয় এ দলটি। ১৪ ম্যাচে সর্বোচ্চ ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ বছর পর চ্যাম্পিয়নের উৎসব করল শেখ রাসেল। আফসোস একটাই অপরাজিতভাবে ট্রফিটা ঘরে তুলতে পারল না। রাউন্ড রবিন লিগে একমাত্র ম্যাচটি হারে বাংলাদেশ ক্লাবের কাছে। এর আগে টানা ছয়বার চ্যাম্পিয়ন হয়ে টিটিতে নতুন এক ইতিহাস গড়ে তারা। সাবেক জাতীয় চ্যাম্পিয়ন শেখ রাসেলের অধিনায়ক মানস চৌধুরী বলেন, ‘যোগ্যতার পুরস্কার পেয়েছি।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ সাফল্য স্মরণীয় হয়ে থাকবে। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।

গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগে আরমানি টোলার বিপক্ষে শেখ রাসেল প্রথম সেটে হেরে যায়। পরে দৃঢ়তার সঙ্গে ৩-১ সেটে জিতে বিজয় উৎসব করে। মানস ছাড়াও চ্যাম্পিয়ন শেখ রাসেলের পক্ষে খেলেন সুজিত চৌধুরী ও জাবেদ আহমেদ। পুলিশ ২৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়। মেজর জেনারেল (অব.) আবু সাইদ মো. মাসুদ চ্যাম্পিয়ন ও রানার্স আপ। দলের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ খবর