সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশের শুভ সূচনা

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের শুভ সূচনা

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। গতকাল রাজউক সংলগ্ন নিজস্ব স্টেডিয়ামে ইউরোপসেরা পোল্যান্ডকে ৪০-২২ পয়েন্টে হারায়। প্রথমার্ধে ১টি লোনাসহ ২০-১১ পয়েন্টে এগিয়েছিল লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে একতরফা প্রাধান্য বিস্তার করে স্বাগতিকরা। যোগ করে আরও ২০ ও ২টি লোনা। পোল্যান্ড দ্বিতীয়ার্ধে ১১ পয়েন্ট সংগ্রহ করে। পোলিশরা সুঠামদেহী হলেও বাংলাদেশের কৌশলের কাছে কুলিয়ে উঠতে পারছিল না। কেউ কেউ হাঁপিয়ে উঠছিলেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় খেলা কাবাডি আন্তর্জাতিক টুর্নামেন্ট করায় আমরা গর্বিত। জাতীয় খেলা উন্নয়নে সব রকম চেষ্টা চালিয়ে যাব।

অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। সবার সম্মিলিত প্রচেষ্টায় শুরুটা ভালোই হয়েছে। টার্গেট আমাদের শিরোপা।’ নেপাল, কেনিয়া ও শ্রীলঙ্কাও অংশ নিচ্ছে আসরে। রাউন্ড রবিন লিগে শীর্ষে থাকা দুই দলই বঙ্গবন্ধু কাপ কাবাডিতে ফাইনাল খেলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর