সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জিকোতেই আস্থা বিপ্লবের

বাফুফে নিয়োগকৃত গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। তার কাছে প্রশ্ন ছিল ফাইনালে তিনি গোলরক্ষক পজিশনে কাকে রাখতে চান। কেননা কিরগিজস্তানের বিপক্ষে আনিসুর রহমান জিকো ও নেপালের বিপক্ষে গোলরক্ষকের দায়িত্ব পালন করেন শহিদুল আলম সোহেল। বিপ্লব বলেন, ‘কোচই সিদ্ধান্ত নেবে ফাইনালে কাকে খেলাবেন। তবে আমার আস্থা জিকোতেই।’

দুই বছর ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে দারুণ খেলছে। কিরগিজস্তানের বিপক্ষেই কটি অসাধারণ  গোল সেভ করেছেন।

গোলরক্ষকের বড়গুণ হচ্ছে ফিটনেস। তা সোহেলের ছিল। শারীরিক যে গঠন তাতে গোলরক্ষককেই মানায়। মুশকিল হচ্ছে সোহেল ভালো খেলছে কিন্তু হঠাৎ করেই মনোযোগ হারিয়ে ফেলে। যা গত সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকায় নেপালের বিপক্ষে ঘটেছিল। সব বিবেচনায় বলব ফাইনালে জিকোর ওপরই আস্থা রাখা যায়। ভালো ফর্মে আছে। এখন চূড়ান্ত বাছাইতো কোচের হাতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর