শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ডাবল হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক

ডাবল হোয়াইটওয়াশ

নিউজিল্যান্ড সফরে শুরু থেকে শেষ-একই চিত্র। হার, হার এবং হার...। গোটা সফরে ব্ল্যাক ক্যাপস ব্যাটসম্যান ও বোলারদের দাপুটে ক্রিকেটের সামনে টাইগাররা এতোটাই অসহায় ছিলেন যে, অকল্যান্ডে ম্যাচটি শেষ হতেই যেন হাফ ছেড়ে বেঁচেছেন! গতকাল বৃষ্টিস্নাত একপেশে ম্যাচটিতে বাংলাদেশকে ৬৫ রানে হারিয়ে ওয়ানডের পর টি-২০ সিরিজও জিতেছে নিউজিল্যান্ড। ব্যাটসম্যান ও বোলারদের ব্যর্থতার ধারাবাহিকতায় দুই সংস্করণেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সব মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সংস্করণে টানা ৩২টি ম্যাচ হারল টাইগাররা।

টি-২০ সিরিজের প্রথমটি মাহমুদুল্লাহ বাহিনী হেরেছিল ৬৬ রানে। বৃষ্টি আইনে দ্বিতীয়টিতে হার ২৮ রানে। গতকাল ইডেন পার্কে বৃষ্টিতে খেলা শুরু হয় দুই ঘণ্টা পর। ম্যাচ নির্ধারিত হয় ১০ ওভারে। বৃষ্টি আবহাওয়ায় টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দেওয়া লিটন দাস। ইনজুরিতে পড়ে ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ান টি-২০ নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন লিটন। টি-২০ ক্রিকেটে লিটন সপ্তম টাইগার অধিনায়ক এবং সব সংস্করণে ১৮ নম্বর। অধিনায়ক হিসেবে লিটন জিতে শুরুটা ভালো করেন। কিন্তু পরের সময়গুলো ছিল বিভীষিকাময়। স্বাগতিক দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন ব্যাটিং তান্ডবে ৫.৩ ওভারে ৮৫ রানের জুটি গড়েন। অবশ্য রুবেল, মোসাদ্দেক, শরীফুলরা যেভাবে ক্যাচ ছেড়েছেন, তাতে রান আরও বেশি হতেও পারত। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ৬৫ রানে হেরে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর