শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

টেস্ট মর্যাদা পেলেন নারীরা

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট মর্যাদা পেলেন নারীরা

টেস্ট ক্রিকেটের কুলীন শ্রেণিতে নাম লিখিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মুমিনুল, সাকিব, তামিম, মুশফিকদের মতো এখন সাদা পোশাকে ও লাল বলে টেস্ট খেলবেন সালমা খাতুন, জাহানারা আলমরা। গতকাল ক্রিকেট অভিভাবক আইসিসি বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে মহিলা দলকে টেস্ট খেলার স্বীকৃতি দিয়েছে। সব মিলিয়ে মহিলা টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১৩। এর আগে টেস্ট খেলার স্বীকৃতি পাওয়া দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টেস্ট স্ট্যাটাস পেয়ে উচ্ছ¡সিত বাংলাদেশ মহিলা টি-২০ দলের অধিনায়ক সালমা খাতুন- ‘আমরা স্বপ্ন দেখতাম টেস্ট খেলব। সেটা পূরণ হয়েছে। আমাদের খুবই আনন্দ লাগছে মহিলা ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। ক্রিকেটারদের সবাই খুশি।’ বাংলাদেশ পুরুষ দল টেস্ট খেলছে ২০০০ সালের নভেম্বর থেকে। পুরুষ বিভাগে ১২ দল টেস্ট খেলছে। পুরুষদের বাকিরা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। 

সর্বশেষ খবর