শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লড়াই করতে হবে শ্রীলঙ্কাকে

ক্রীড়া ডেস্ক

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও আশা জাগিয়েছিলেন ক্রেইগ ব্রাথওয়েইট। কিন্তু ৮৫ রানে থেমে যাওয়ায় উভয় ইনিংসে সেঞ্চুরি করা হয়নি। অধিনায়ক না পারলেও অ্যান্টিগা টেস্টে চালকের আসনে বসে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী শ্রীলঙ্কাকে ৩৭৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে।

বিনা উইকেটে ২৯ রান তুললেও শেষ দিনে আরও ৩৪৭ রান করতে হবে। অবশ্য সফরকারীদের হাতে রয়েছে ১০ উইকেট। ব্রেথওয়েইটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৩৫৪ রান।

জবাবে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয় ২৫৮ রানে। ৯৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ব্রেথওয়েইট ৮৫ ছাড়াও মেয়ার্স ৫৫, হোল্ডার অপরাজিত ৭১ রান করেন।

সর্বশেষ খবর