রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তরুণদের দায়িত্ব নিতে হবে

বললেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

তরুণদের দায়িত্ব নিতে হবে

অকল্যান্ডের ইডেন পার্কের ব্যাটিং সহায়ক উইকেটে শেষ টি-২০ ম্যাচে মাত্র ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচটি টাইগাররা খেলেছিল ‘পঞ্চপান্ডব’ মাশরাফি, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ ও তামিম ছাড়া। ২০০৬ সালের পর ১৫ বছরের মধ্যে এই প্রথম পাঁচ ক্রিকেটারকে ছাড়া কোনো ম্যাচ খেলে টাইগাররা। পাঁচ সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে তালগোল হারিয়ে ফেলে দল। দায়িত্বশীল ক্রিকেট খেলতে পারেনি কেউই। নিউজিল্যান্ডে ৪০ দিনের তিক্ত সফর শেষে আজ সকালে ঢাকা পা রাখছেন ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ওয়ানডে সিরিজ খেলেই ফিরছেন ঢাকায়। খেলেননি টি-২০ সিরিজ। গতকাল মিডিয়ায় তিনি টাইগারদের নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি তরুণদের দায়িত্ব নিতে হবে, ‘অভিজ্ঞতা বলে আমাদের আরও ভালো করা উচিত ছিল। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সিনিয়র চার ক্রিকেটার (তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ) বারবার উঠে আসে আলোচনায়। সত্যি বলতে আমরা চার জন এই-সেই, এভাবে ভাবতে বা বলতে আমার ভালো লাগে না। আমি তরুণদের অনেক বড় সমর্থক। শুধু সিনিয়ররা কেন, তরুণদেরও এখন দায়িত্ব নিতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।’ দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রাম শেষে ১২ এপ্রিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে টাইগাররা। নিশ্চিত করেই ক্রিকেটাররা ভুলে যেতে চাইবে নিউজিল্যান্ড সফরের খেলাগুলো। সফরে পাবে না সাকিব ও মাহমুদুল্লাহর সার্ভিস। সেখানে ভালো করতে মরিয়া থাকবেন মমিনুলরা। নিউজিল্যান্ড সফরে টাইগারদের টানা ব্যর্থতা নিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘আমার ১৫ বছরের অভিজ্ঞতা থেকে বলি, কেউ ইচ্ছে করে খারাপ খেলে না। ক্যাচও ছাড়ে না। এটা হয়ে যায়। আমার সঙ্গেও হয়েছে। বিশ্বের সেরা ফিল্ডারদের সঙ্গেও হয়েছে। আমি তাই দল হিসেবেই বলি যে, আমরা ক্যাচ ছেড়েছি। ক্যাচগুলো নিতে পারলে ওই ম্যাচ আমাদের জেতার কথা। জিততে পারলে আমাদের জন্য দারুণ অর্জন হতো। দলের প্রস্তুতি নিয়ে আমি খুশি ছিলাম। অনুশীলন ঠিক করলেও যতটা ভালো খেলার দরকার ছিল, ততটা পারিনি।’ তিনটি ওয়ানডে খেললেও পারফরম্যান্স খুব ভালো ছিল না তামিমের। তিন ওয়াডেতে যথাক্রমে রান ১, ৭৮ ও ১৩। অবশ্য বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০তম হাফসেঞ্চুরি করেছেন ওয়ানডেতে। তারপরও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন ওয়ানডে অধিনায়ক।

সর্বশেষ খবর