সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ক্যাচ মিসের অদ্ভুত ব্যাখ্যা

‘সিরিজ শুরুর আগে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি জানিয়েছিলেন, নিউজিল্যান্ডে ফিল্ডিং করা কঠিন। কারণ, সেখানে বাতাস বেশি। অন্যান্য দেশগুলোর ফিল্ডারদের ক্যাচ ধরা কঠিন।’

ক্রীড়া প্রতিবেদক

ক্যাচ মিসের অদ্ভুত ব্যাখ্যা

এক দুটি নয়, ওয়ানডে ও টি-২০ সিরিজ মিলিয়ে কমপক্ষে ৮/১০টি ক্যাচ মিস করেছেন ক্রিকেটাররা। ক্রিকেটাররা এমন ক্যাচও ফসকেছে, ধারাভাষ্যকাররা তা নিয়ে হাস্যরস করেছেন। গোটা সফরে যা ছিল দৃষ্টিকটূ। নিউজিল্যান্ডে ৪০ দিনের দুঃস্বপ্নের সফর শেষে গতকাল সকাল ১১ টায় ঢাকায় পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা দেশে ফিরলেও হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক ফিরেননি। তারা নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা উড়ে গেছেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করে দেশে ফিরবেন। এরপর দলের সঙ্গে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাওয়ার কথা। গতকাল ঢাকায় ফেরার পর দলের ব্যর্থতার দায়ভার নিয়ে মিডিয়ার মুখোমুখিতে ক্যাচ মিসের কারণ হিসেবে এক অ™ভুত ব্যাখ্যা দিয়েছেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। বলেছেন, নিউজিল্যান্ডের আকাশ পরিষ্কার বলেই ক্যাচগুলো মিস হয়েছে।

টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দিন কয় আগে ক্যাচ মিসের কারণ ব্যাখ্যায় একই কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সিরিজ শুরুর আগে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি জানিয়েছিলেন, নিউজিল্যান্ডে ফিল্ডিং করা কঠিন। কারণ, সেখানে বাতাস বেশি। অন্যান্য দেশগুলোর ফিল্ডারদের ক্যাচ ধরা কঠিন।’ এটা স্বীকৃত নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলোতে  বাতাস একটু বেশি থাকে। ফলে বোলারদের বোলিং করাও কঠিন। ফিল্ডিং করা কঠিন, যদি মানিয়ে নিতে ব্যর্থ হয়।

ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যায় টাইগাররা। ৪০ দিনের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলে টাইগাররা। উভয় সিরিজেই পুরোপুরি ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। গোটা সফরে কোনো সেঞ্চুরির দেখা পায়নি ব্যাটসম্যানরা। হাফসেঞ্চুরি সাকল্যে ৪টি। তিনটি ওয়ানডে এবং একটি টি-২০ সিরিজে। প্রথম ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রাইস্টচার্চে দুটি হাফসেঞ্চুরি করেন অধিনায়ক তামিম ও মোহাম্মদ মিথুন এবং টি-২০ সিরিজে করেন সৌম্য সরকার। ব্যাটসম্যানদের ব্যর্থতায় গোটা সিরিজে বাংলাদেশ একটি মাত্র ম্যাচে দুশোর্ধ্ব স্কোর ক্রাইস্টচার্চে ৬ উইকেটে ২৭১ রান। সফরের শেষ ম্যাচে করে ৭৬ রান।  বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখিতে নাসুম বলেন, ‘দেড়-দুই মাস থাকলে আমাদের ফিল্ডিংয়ে উন্নতি হতো। কারণ, ওখানের আকাশ অনেক পরিষ্কার। ওখানের আবহাওয়া আমাদের আবহাওয়ার মতো নয়। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগত। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো।’

সর্বশেষ খবর