মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ফয়সাল-কাজলের নতুন রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

ফয়সাল-কাজলের নতুন রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সাঁতারে একের পর এক নতুন রেকর্ড গড়ছেন সাঁতারুরা। এনিয়ে ১০টি রেকর্ড তৈরি হলো। গতকাল মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ২০০ মিটার বাটার ফ্লাইয়ে ২ মিনিট ১০.৯৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর কাজল মিঞা। তিনি ২০১৯ সালে সেনাবাহিনীর জুয়েল আহমেদের রেকর্ডটি ভাঙেন। ৪০০ মিটার ফ্রিস্টাইলে নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড সময় নিয়ে তিনি ২০১৯ সালে নিজের গড়া রেকর্ডটি ভাঙেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ নতুন রেকর্ড করে সোনা জেতেন। ৪ী১০০ মিটার ফ্রিস্টাল রিলেতে সোনা জেতেন নৌবাহিনীর ৩ সাতারু। এদিকে মেয়েদের ২০০ মিটার বাটার ফ্লাইয়ে সোনা জেতেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৩ মিনিট ১২.৯০ সেকেন্ডে তিনি এ পদক পেয়েছেন। সাইক্লিংয়ের শেষ দিনে সব কটিতে রেকর্ড গড়ে সোনা জিতেছেন সাইক্লিস্টরা।

এদিকে শুটিংয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আবদুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ। ইভেন্টের শেষ দিনে দেশের এ দুই তারকা শুটার সোনা জিতেছেন। গত কমনওয়েলথ গেমসের পর থেকেই দুই তারকার সময়টা ভালো কাটছিল না। এমনকি চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তারা সোনা পাবেন কিনা এনিয়ে সংশয় দেখা দিয়েছিল। যাক তৃপ্তির ঢেঁকুর তুলতে পেরেছেন তারা। দেশের সবচেয়ে জনপ্রিয় শুটার বাকী সোনা জিতেছেন ৫০ মিটার রাইফেলে। নেভী শুটিং ক্লাবের পক্ষে ১১৩৩ সর্বোচ্চ স্কোর গড়ে তিনি সোনা জেতেন। একই ক্লাবের রবিউল ইসলাম ১১৩২ স্কোরে রৌপ্য জেতেন। চট্টগ্রাম রাইফেল ক্লাবের শোভন চৌধুরী চার স্কোর কম করে ব্রোঞ্জ জেতেন।

নিজের সেরা ইভেন্ট ১০ মিটার পিস্তলে গেমসে ব্যর্থ হন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাকিল আহমেদ। গৌহাট্টি সাউথ এশিয়ান গেমসেও এই ইভেন্টে তিনি সোনা জিতেছিলেন। অথচ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সাফল্য পেলেন ৫০ মিটার ফ্রি পিস্তলে। ৫১৫ স্কোরে জয়ের উৎসব করেন তিনি। ৫০৪ স্কোরে ঘাটাইল সেনা ক্লাবকে রৌপ্য এনে দেন আনোয়ার। ৫০ মিটার রাইফেল প্রোন পুরুষ জুনিয়রে সোনা জেতেন বিকেএসপির শুটিং ক্লাবের ফারদিন মোহাম্মদ অর্ণব। তার স্কোর ছিল ৫৮০। মাত্র ১ পয়েন্ট কম পেয়ে রৌপ্য পদক গলায় ঝুলান আর্মি শুটিংয়ের চয়ন আলি। ৫৭২ স্কোরে নেভীর আবু সুফিয়ান ব্রোঞ্জ পান। এদিকে ২৫ মিটার পিস্তলে কুষ্টিয়া রাইফেলের আরদিন ফেরদৌসী আঁখি সোনা জেতেন।

সর্বশেষ খবর