মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আইপিএলে সাকিবের টার্গেট

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে সাকিবের টার্গেট

আইপিএল খেলতে সাকিব আল হাসান এখন ভারতে। কোয়ারেন্টাইন শেষে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনেও যোগ দিয়েছেন। ক্রিকেটভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফোরকে আইপিএল নিয়ে কথা বলেছেন। আইপিএলের কোনো রেকর্ড ভাঙতে চান? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এক ম্যাচে সেঞ্চুরি এবং ৫ উইকেট নিতে চাই।’

চলতি মৌসুমের আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল। নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে ১১ এপ্রিল।

টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার রেকর্ড কারও নেই। এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৪ উইকেট নেওয়ার রেকর্ড আছে দুইজনের। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-২০তে মাল্টার বিরুদ্ধে সেঞ্চুরির পাশাপাশি ১৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের ডাভিজি। পাকিস্তানের ঘরোয়া লিগে তৌফিক ওমর সেঞ্চুরির পাশাপাশি চার উইকেট নিয়েছেন।

এবারের আইপিএলে নাইটদের বড় ভরসা সাকিব আল হাসান। আইপিএল কলকাতা যে দুইবার চ্যাম্পিয়ন হয়ে দুইবারই অন্যতম ভূমিকা ছিল বাংলাদেশের তারকা। এরপর সাকিবকে ছেড়ে দেয় নাইটরা। গত কয়েক আসরে একদমই সুবিধা করতে পারেনি দলটি। তাই এই আসরে আবারও সাকিবকে দলে নিয়েছে।

এই আসরের জন্য ভারসাম্যপূর্ণ একটি দলও গঠন করেছে নাইটরা। তবে বোলিং বিভাগকে বেশি শক্তিশালী বললেন সাকিব, ‘সব বিভাগই আমরা ভালোভাবে সাজিয়েছি। তবে এবার শিরোপা জেতাতে পারে আমাদের বোলিং বিভাগ। আমাদের বোলিং বিভাগ খুব ভালো।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর