মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ঝুলে যাচ্ছে পেশাদার ফুটবল লিগ!

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। ভাইরাস এড়াতে ঘরোয়া ফুটবলে সব কর্মসূচি স্থগিত করেছে বাফুফে। লকডাউন তেমন বাড়তে পারে। তেমনি লিগ যে কবে শুরু হবে তাও নিশ্চিত নয়। মধ্যবর্তী দল বদলের পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে পেশাদার লিগের দ্বিতীয় লেগ শুরু হওয়ার কথা। অনেক দলই মধ্যবর্তী দল সেরে ফেলেছে। নতুনভাবে দেশি ও বিদেশি ফুটবলারও সংগ্রহ করেছে। ক্যাম্প চলছে অথচ দেশ সেরা লিগ মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাফুফের সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, লিগ ঝুলে যাবে এমনটি ভাবছি না। তবে সরকার লকডাউন দীর্ঘমেয়াদি করলে তখন তো আর কিছু করা থাকবে না। দেখি এনিয়ে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসব। তবে গতবার লিগ বন্ধ হয় ৫/৬টি ম্যাচের। এবার কিন্তু প্রথম লেগ শেষ হয়েছে। তাই টেবিলের অবস্থা দেখে লিগ কমিটি সিদ্ধান্ত দিতে কোনো সমস্যা থাকার কথা নয়।

সর্বশেষ খবর