বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভিনিসিউসের দাপটে কুপোকাত লিভারপুল

ক্রীড়া ডেস্ক

ভিনিসিউসের দাপটে কুপোকাত লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার তারা আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে। একই দিন নিজেদের মাঠে কষ্টের জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলার শিষ্যরা ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডকে।

রিয়াল মঙ্গলবার অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়াই খেলতে নেমেছিল। তবে অধিনায়কের অনুপস্থিতি ভালোভাবেই সামলে নেন ভাজকুয়েজ ও ন্যাচোরা। ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত ফুটবলে সহজেই শক্তিশালী প্রতিপক্ষকে ঘায়ে করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৭তম মিনিটে লস ব্ল্যাঙ্কোসদের এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। ৩৬ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান রিয়ালের স্প্যানিশ ফুটবলার মারকো আসেনসিও। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ ব্যবধান কমালেও জয় পেতে সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের। ভিনিসিউস ৬৫তম মিনিটে আরও একটি গোল করে জয়ের ব্যবধান বাড়ান। এ জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। অবশ্য অ্যাওয়ে গোল পাওয়ায় সুবিধা পাবে লিভারপুল। সামনের বুধবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতলেই সেমিফাইনাল খেলবে অলরেডরা। ম্যাচটা ড্র হলে কিংবা লিভারপুল ১-০ গোলে জিতলে রিয়াল মাদ্রিদ শেষ চারে খেলবে।

♦ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ (২৬ ম্যাচ) ও বার্সেলোনার (২০ ম্যাচ) পর জার্মান ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ম্যানসিটি (১৩ ম্যাচ)।

♦ ২০১১ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের ৯০তম মিনিটে ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি গোল করেছে (১৭ গোল)।

♦ চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে প্রথম লেগ জিতে গত ১৬ বারের মধ্যে ১৫ বারই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এদিকে ম্যানচেস্টার সিটি মঙ্গলবার বেশ কষ্টেই জয় পেয়েছে। ম্যাচের ১৯তম মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। ৮৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখে গার্ডিওলার শিষ্যরা। তবে ৮৪তম মিনিটে জার্মান তারকা মারকো রেয়াসের গোলে সমতায় ফিরে ডর্টমুন্ড। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটা ড্রতেই শেষ হতে যাচ্ছিল। ৯০তম মিনিটে ম্যানসিটির পক্ষে জয়সূচক গোলটি করেন ইংলিশ তরুণ ফিল ফোডেন। জয় পেলেও শেষ চারে খেলা কঠিনই হবে ম্যানসিটির। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতলেই সেমিফাইনালে চলে যাবে ডর্টমুন্ড। প্রতিপক্ষের মাঠে ম্যানসিটিকে অন্তত ড্র পেতে হবে শেষ চারে খেলতে হলে। শেষবার ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলেছিল ২০১৫-১৬ মৌসুমে।

সর্বশেষ খবর