শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গেমসের মশাল নিভছে কাল

গেমসের মশাল নিভছে কাল

আগামীকাল মশাল নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে দেশের এই বৃহৎ ক্রীড়া উৎসব। এরপর ৪ বছরের অপেক্ষা। এবারের গেমসে নতুনত্ব ছিল পুরনোদের পেছনে ফেলে নতুনদের জয়গান।

 

বাস্কেটবলে চ্যাম্পিয়ন নৌবাহিনী

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে বাস্কেটবলে (পুরুষ) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ধানমন্ডির বাস্কেটবল জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনালে তারা ৫৭-৫২ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে সোনা জেতে। প্রথম কোয়ার্টারে সেনারা ২১-৯ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয় কোয়ার্টারে নৌবাহিনী দাপট দেখিয়ে বিজয়ের উৎসব করে। নৌবাহিনীর শোয়েব সর্বোচ্চ ২২ পয়েন্ট। সেনাবাহিনীর তনুও ২২ স্কোর গড়েন।

 

জুডোয় আনসারের দাপট

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে আনসারের নারী জুডোকাররা দাপট দেখিয়ে চলেছে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩টি ওজন শ্রেণির মধ্যে দুটিতেই আনসার সোনা জিতেছে। মহিলা অনূর্ধ্ব-৫২ কেজি ওজনে সোনা জেতেন আনসারের সিংমা প্রু মারমা। ৫৭ কেজিতে সোনার জয়ের উৎসব করেন আনসারের তাবাসসুম। পুরুষ অনূর্ধ্ব-৬৬ কেজিতে সোনা পান বিজিবির মো. সাদ্দাম হোসেন।

 

ভারোত্তোলনে আরও দুই রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে আরও দুটি নতুন রেকর্ড হয়েছে। পুরুষ ১২০ ওজন বিভাগেই রেকর্ডগুলো হয়। ক্লিন অ্যান্ড জ্যাকে ১৬০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জেতেন সেনাবাহিনীর আশিকুর রহমান। অন্যদিকে রৌপ্য জিতলেও ১২১ কেজি তুলে রেকর্ড গড়েন আনসারের আমিনুল ইসলাম। নারীদের ৭৬ কেজি ওজনে আনসারের জহুরা খাতুন নিশা সোনা জেতেন। পুরুষ ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন সেনাবাহিনীর জিয়ারুল ইসলাম।

 

বক্সিংয়ে আনসারই সেরা

বক্সিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারা ৫টি সোনা ২টি রৌপ্য ও ২টি বোঞ্জ জিতে। ৩টি সোনা, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতে রানার্স আপ হয়েছে সেনাবাহিনী। পুলিশ ২টি রৌপ্য ২টি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় হয়। মোহাম্মদ আলী স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর