শিরোনাম
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
দলে ফিরেছেন সানডে

আবাহনী-মালদ্বীপ ঈগলস মুখোমুখি ১৪ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক

১৪ এপ্রিলই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি ক্লাব কাপের প্রিলিমিনারী রাউন্ডের ম্যাচটি হবে। মুখোমুখি হবে পেশাদার ফুটবল লিগে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও মালদ্বীপের ঈগলস ক্লাব। ম্যাচটি হবে দর্শকহীন অবস্থায়। বুধবার ঈগলস ২-০ গোলে ভুটানের থিম্পকে পরাজিত করে। আবাহনী ও ঈগলস যারাই জয়ী হোক ২১ এপ্রিল ‘ডি’ গ্রুপে জায়গা করে নিতে খেলতে হবে নেপাল আর্মি ও বেঙ্গালুরু এএফসি বিজয়ীর সঙ্গে। ১৪ এপ্রিলই দুই দল মুখোমুখি হবে। নেপাল আর্মি ৫-১ গোলে শ্রীলঙ্কার পুলিশকে হারিয়ে লড়াইয়ে টিকে রয়েছে।

এএফসি কাপে বসুন্ধরা কিংস লিগে চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরি খেলছে। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারতের এ টি কে মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস রিক্রেয়শন ক্লাব। মালদ্বীপের মালেতে গ্রুপের সবকটি খেলা হবে। আবাহনী প্রিলিমিনিয়ারি রাউন্ড টপকালে বসুন্ধরার গ্রুপে খেলবে।

‘ডি’ গ্রুপের খেলা শুরু হচ্ছে ১৪ মে থেকে। আবাহনী সুযোগ পেলে ১৭ মে কিংসের মুখোমুখি হবে। টুর্নামেন্টে খেলতে আবাহনীর পুরানা ফুটবলার নাইজেরিয়ার সানডেকে দলে। তোরেসের জায়গায় তাকে খেলানো হবে।

সর্বশেষ খবর