রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ক্রিকেটারদের দ্বিতীয় ডোজ

ক্রিকেটাররা করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন

ক্রিকেটারদের দ্বিতীয় ডোজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আগামীকাল কলম্বো যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট খেলবে মুমিনুল বাহিনী। ঢাকা ছাড়ার আগে গতকাল ক্রিকেটাররা করোনাভাইরাসের কভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। গতকাল ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, সফরের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডের মিথুন, তাইজুল, সাইফ হাসান, মুকিদুল, শরিফুল ইসলাম, নাঈম, হাসান মাহমুদ, নাজমুল শান্ত, তাসকিন আহমেদ।

স্ত্রীসহ ভ্যাকসিন নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সৌম্য সরকার। শুধু ক্রিকেটারই নন, করোনা ভ্যাকসিন নিয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফরাও। ফিল্ডিং কোচ রায়ান কুক ছুটিতে থাকায় ভ্যাকসিন নেননি। হেড কোচ রাসেল ডমিঙ্গো নিয়েছেন ক্রিকেটারদের সঙ্গে। টাইগাররা ১২ এপ্রিল কলম্বো যাওয়ার পর তিন দিন রুমবন্দী থাকবেন। এরপর ১৫-১৬ এপ্রিল অনুশীলন করে ১৭ ও ১৮ এপ্রিল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর সিরিজের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে টিম ম্যানেজমেন্ট। সফরে প্রথম টেস্ট ২১-২৫ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল-২ মে। টেস্ট দুটি হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। সিরিজ শেষে ক্রিকেটাররা দেশে ফিরবেন ৪ মে।

সর্বশেষ খবর