সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ইতিহাসের সেরা গেমস তবুও প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাসের সেরা গেমস তবুও প্রশ্ন

করোনার মারাত্মক ঝুঁকি থাকার পরও বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শেষ হয়েছে। এ নিয়ে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যেমন প্রশংসিত হচ্ছে তেমনিভাবে সমালোচনাও কম হয়নি। কারও কারও মতে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে এত বড় গেমস শেষ করতে পেরেছে। এতে ক্রীড়াবিদরা ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছেন। সাফল্য ও ব্যর্থতার মধ্যে অনেক দিন পর মিলনমেলা হয়েছে। আবার উল্টোটাও আছে। দেশ যখন করোনাভাইরাসে বিপর্যয়ের সময় পার করছে তখন এ গেমস বন্ধ করলেই বা কী এমন ক্ষতি হতো। ৫ হাজারেরও বেশি ক্রীড়াবিদ বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নিয়েছেন। গেমস চলাকালে কারও করোনা আক্রান্তের খবর আসেনি। কিন্তু এখন যদি কেউ পজিটিভ শনাক্ত হন তাতে তো স্বাভাবিকভাবে বলা হবে এত ভিড়ের মধ্যে ছিল বলেই করোনা আক্রান্ত হয়েছেন।

প্রশংসা ও সমালোচনা যাই বলি না কেন নবম বাংলাদেশ গেমসকে সেরাই বলতে হবে। কারণ গেমস ইতিহাসে এবারই সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে। ৬০টি নতুন রেকর্ড। বিগত বছরগুলোর বাজে পারফরম্যান্সের কারণে যেখানে খেলোয়াড়রা সমালোচিত হচ্ছিলেন সেখানে ৬০টি রেকর্ডকে অবিশ্বাসই বলতে হবে। ২০১৩ সালে যেখানে রেকর্ডের সংখ্যা ছিল ২২টি। এবারের গেমসে আরেকটি লক্ষণীয় বিষয় ছিল নতুনদের জয়গান। এটা নিঃসন্দেহে ভালো লক্ষণ। নতুন মুখের দেখা মিলেছে। তবে যাদের ঘিরে আন্তর্জাতিক আসরে সাফল্যের আশা থাকে তারা অনেকেই বাংলাদেশ গেমসে ব্যর্থ। ইতিহাসের সেরা গেমস হলেও চিন্তাটা এখানেই। তাহলে কী তারা ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছে। যারা নতুন হিসেবে সাফল্য পেয়েছেন তাদের দিকে আলাদাভাবে নজর দেওয়া হবে কি? গেমস আসে আর যায়। কিন্তু অবহেলা ও দায়িত্বহীনতায় আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্তিটা শূন্যই থেকে যাচ্ছে।

সর্বশেষ খবর