শিরোনাম
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
হিদেকি মাতসুয়ামা

প্রথম জাপানি হিসেবে গলফের মেজর জয়

প্রথম জাপানি হিসেবে গলফের মেজর জয়

ক্যারিয়ারে প্রথমবার গলফের মেজর টুর্নামেন্ট জয় করলেন জাপানের হিদেকি মাতসুয়ামা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অগাস্তা ন্যাশনাল গলফ ক্লাবে অনুষ্ঠিত বছরের প্রথম গলফ মেজর টুর্নামেন্ট মাস্টার্সে আন্ডার পার ১০ খেলে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রথম জাপানি হিসেবে গলফের কোনো মেজর টুর্নামেন্ট জয় করলেন হিদেকি। যুক্তরাষ্ট্রের উইল জ্যালাটোরিস আন্ডার পার ৯ খেলে রানার্সআপ হয়েছেন। গতবার মাস্টার্স টুর্নামেন্ট জয় করেছেন যুক্তরাষ্ট্রের ডাস্টিন জনসন।  ক্যারিয়ারের সেরা অর্জনের পর হিদেকি বলেছেন, ‘আমি নিজেকে জাপানের গ্রেটেস্ট গলফার বলে মনে করি না। তবে আমি দেশের প্রথম গলফার হিসেবে মেজর জয় করেছি, এটা অনেক বড় ব্যাপার।’ মেজর টুর্নামেন্ট জয়ের পর জাপানে আলোচনা চলছে, টোকিও অলিম্পিকের মশাল জ্বালানো হোক হিদেকির হাতে। ২৫ বছর বয়সী এই জাপানি গলফার ২০১৭ সালে আন্ডার পার ১২ খেলে রানার্সআপ হয়েছিলেন। সেবার আন্ডার পার ১৬ খেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্রুকস কোপকা। মেজর জয়ের আগে হিদেকি তিনটি পিজিএ ট্যুর টুর্নামেন্ট ও দুটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয় করেছেন।

সর্বশেষ খবর