মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পিএসজির মাঠে বায়ার্নের পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

পিএসজির মাঠে বায়ার্নের পরীক্ষা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলবে কারা? পিএসজি নাকি বায়ার্ন মিউনিখ? এই প্রশ্নের সমাধান পেতে আজ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে পিএসজির মাঠে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের মাঠে প্রথম লেগে পিএসজি ৩-২ গোলে জয় পেয়েছিল। সেমিফাইনাল খেলতে হলে বায়ার্ন মিউনিখের অন্তত ২-০ গোলের জয় প্রয়োজন। অন্যদিকে পিএসজি ১-০ গোলে হারলেও সেমিফাইনাল খেলবে।

এদিকে আজ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে চেলসি-পোর্তো। আগের লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়েছিল চেলসি। আজ এর কম ব্যবধানে হারলে অথবা ড্র করলেও সেমিফাইনাল খেলবে চেলসি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। সেই পরাজয়ের যন্ত্রণা কমানোর একটা সুযোগ পেয়েছে পিএসজি। কোয়ার্টার ফাইনাল থেকে বায়ার্নকে বিদায় করতে পারলে প্রতিশোধ পুরো না হলেও যন্ত্রণা কিছু কমতে পারে নেইমারদের। আজ পিএসজির জার্সিতে নেইমাররা খেলবেন। তবে বায়ার্ন মিউনিখে সমস্যা গুরুতর। রবার্ট লেবানডস্কি ইনজুরি থেকে অনুশীলনে ফিরেছেন গতকাল। কিন্তু বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে, পিএসজি ম্যাচের জন্য লেবানডস্কি ফিট নন। তিনি খেলতে পারছেন না। দলে নেই জিনাবরিও। সবমিলিয়ে বায়ার্ন মিউনিখ বেশ সংকটে আছে।

সর্বশেষ খবর