বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা শনাক্তের এক দিনের মধ্যেই ‘নেগেটিভ’

রাতে ফিরে গেলেন ৫ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

করোনা শনাক্তের এক দিনের মধ্যেই ‘নেগেটিভ’

বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের ৫ ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ভোরে সতীর্থদের সঙ্গে দেশে ফিরতে পারেননি। এক দিনের মধ্যেই তাদের দ্বিতীয়বার পরীক্ষা করা হয় এবং রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় রাতেই দেশের পথে রওনা দেন। তাদের নেগেটিভ হওয়ার খবর বিবৃতি দিয়ে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও।

বাংলাদেশের বিরুদ্ধে গতকাল সিরিজের শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের। কিন্তু কঠোর লকডাউনের কারণে দুই বোর্ডের সমঝোতায় শেষের ওয়ানডে বাতিল করা হয়। ৮ দিন আন্তর্জাতিক ফ্লাইড বন্ধ থাকবে বলে ৫ ক্রিকেটারকে রেখেই দলের বাকি ক্রিকেটাররা গতকাল ভোর ৪টার ফ্লাইডে চলে যায় দক্ষিণ আফ্রিকা। নারীদের খেলা ছিল সিলেটে। সেখানেই কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয় হয়েছিল। সোমবার ঢাকায় ফিরে দুই দল।

দক্ষিণ আফ্রিকা নারী দল ৫টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসে ২৮ মার্চ। এই সিরিজে প্রথম চার ম্যাচেই বাংলাদেশ ইমার্জিং দল জিতে যায়। যদিও নামে ইমার্জিং দল হলেও বাংলাদেশ দলে অধিনায়ক খেলোয়াড়ই জাতীয় দলের।

সর্বশেষ খবর