রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

‘লঙ্কান কন্ডিশনের সঙ্গে ক্রিকেটাররা অভ্যস্ত’

ক্রীড়া প্রতিবেদক

অ্যাওয়ে সিরিজ সবসময় কঠিন প্রতিপক্ষ। প্রতিপক্ষ দলের চেয়ে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ এখন শ্রীলঙ্কায়। সফরে দুটি টেস্ট খেলবে টাইগাররা। গতকাল থেকে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন মুমিনুলরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এখন দলের সঙ্গে শ্রীলঙ্কায়। গতকাল কাতুনায়েকে থেকে ভিডিও বার্তায় প্রধান নির্বাচক জানিয়েছেন, ক্রিকেটাররা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন, ‘দুইদিনের ম্যাচের প্রথমদিন শেষে আমার মনে হয়েছে খেলোয়াড়রা কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েছে।’ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে টাইগাররা শ্রীলঙ্কায় গেছেন ১২ এপ্রিল। তিনদিনের হোম কোয়ারেন্টাইন ছাড়াও আরও দুদিন অনুশীলন করেছেন। এখন প্রস্তুতি ম্যাচ খেলছেন। প্রধান নির্বাচক মনে করেন ক্রিকেটারদের অনুশীলন ভালো হয়েছে, ‘আমি মনে করি মুমিনুলদের যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে।’ গতকাল প্রস্তুতি ম্যাচের প্রথমদিন তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে লাল দল ৩১৪ রান করেছে। তামিম ৬৩, সাইফ ৫২, নাজমুল ৫৩ ও মুশফিক ৬৬ রান করেন। দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক, ‘আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে।, বোলাররা চেষ্টা করেছে লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করতে। সবমিলিয়ে আমি বলব এটা প্রস্তুতিতে সহায়তা করছে। আমি মনে করি টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারব।’

সর্বশেষ খবর