শিরোনাম
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় মাবিয়া

ক্রীড়া প্রতিবেদক

টোকিও অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন পূরণ হতে পায়ে মাবিয়া আক্তার সীমান্তের। মহিলা ক্রীড়াবিদ ভারোত্তোলনে দেশ ছাড়িয়ে আন্তজাতিক আসরেও সুনাম কুড়িয়েছেন। সাউথ এশিয়ান গেমসে টানা তিন সোনা জয়ের রেকর্ড আছে তার। অন্য আসরেও নজর কাড়া পারফরম্যান্স। অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পেতে হলে ৭টি আসবে সন্তোষজনক পারফরম্যান্স প্রদর্শন করতে হয়। মাবিয়া ৬টিতে ভাল করেছে। কিন্তু করোনায় লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ায় তিনি উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ভারোত্তোলন ফেডারেশন বিষয়টি নিয়ে ভারোত্তোলন সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে। ব্যাখ্যা দেওয়া হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে মাবিয়া কেন যেতে পারেনি।

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ওয়াইল্ড কার্ডের জন্য ১০টি দেশকে আলাদা সুযোগ দেয়। বিষয়টি করোনাভাইরাস বলে এক্ষেত্রে ছাড় দেওয়ার সম্ভবনা বেশি। মাবিয়া বলেন, ফেডারেশনও বিও এতো আমার জন্য চেষ্টা করছে। এখন অপেক্ষায় বলে দেবে স্বপ্ন আমার পূরণ হবে কি না।

সর্বশেষ খবর