মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

যে কারণে বার্সাতেই থাকবেন মেসি

ক্রীড়া ডেস্ক

যে কারণে বার্সাতেই থাকবেন মেসি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আরও একটা মৌসুম শেষ হওয়ার দিকে। কোন লিগে কারা শিরোপা জয় করবে, এই নিয়ে চলছে জোর আলোচনা। চুলচেরা বিশ্লেষণ করে সম্ভাব্য বিজয়ীর নামও ঘোষণা করে দিচ্ছে কেউ কেউ। তবে এসবের চেয়ে বেশি আলোচনা হচ্ছে মেসিকে নিয়ে। আর্জেন্টাইন তারকা কী সামনের মৌসুমে বার্সেলোনাতেই থাকছেন? এই প্রশ্নের কোনো উত্তর মেসির কাছ থেকে না পেয়ে নানান ঘটনার বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কোপা দেল রে কাপ জয়ের পর মেসির সম্পর্কে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার মন্তব্যের পর সবাই ভাবছে, মেসি বার্সাতেই থাকবেন।

প্রথমত, প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা মেসি নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউর সঙ্গে রাগ করে। তিনি এখন আর নেই। দ্বিতীয়ত, নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক দারুণ। এই সম্পর্ককে কাজে লাগিয়ে মেসিকে দলে রাখার সর্বোচ্চ চেষ্টাই করবেন লাপোর্তা। তাছাড়া মেসি বার্সা ছাড়তে চেয়েছিলেন, দলের বাজে পারফরম্যান্সের কারণে। দুঃসময় অনেকটাই কেটে গেছে। মাঠে দারুণ খেলছে বার্সেলোনা। ধীরে ধীরে নিজেদের সেরা সময়ের দিকে ছুটে চলেছে। লিওনেল মেসি বার্সেলোনায় থেকে এই দলটাকে নিয়ে সাফল্যের পথে ছুটতে পারেন। সেক্ষেত্রে ক্লাবের কিংবদন্তি হিসেবে মেসির অবস্থান আরও মজবুত হয়ে যাবে। এসব দিকের পাশাপাশি লাপোর্তার বক্তব্যটাও হিসেবে রাখতে হবে। কোপা দেল রে কাপ জয়ের পর লাপোর্তা বলেছেন, ‘আমি এখন বিশ্বাস করি, মেসি বার্সাতেই থাকবে।’

সর্বশেষ খবর