বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দারুণ খেলেও সেঞ্চুরি হলো না তামিমের

ক্রীড়া প্রতিবেদক

দারুণ খেলেও সেঞ্চুরি হলো না তামিমের

প্রথম দিনে লঙ্কান বোলারদের তাকিয়ে দেখা ছাড়া আর করার কিছুই ছিল না -এএফপি

দুর্দান্ত খেলছিলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হিসেব কষেই ছুটছিলেন তিনি। চারের মারে লঙ্কান বোলারদের আতঙ্কে পরিণত হয়েছিলেন। কিন্তু সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারলেন না। একটা বাজে শট খেলেই সাজঘরে ফিরতে হলো তাকে। গতকাল ক্যান্ডি টেস্টের প্রথমদিনে তামিম ইকবাল ১০১ বলে ১৫টি বাউন্ডারিতে ৯০ রান করেন। দারুণ খেলেও ১০ রানের আক্ষেপ থেকে গেল তার।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৯০ বা তার বেশি রান করে সেঞ্চুরিবঞ্চিত হলেন তামিম। এর আগে

২০১৩ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে আউট হয়েছিলেন তিনি। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে তামিম ইকবাল ৯টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টসহ খেলেছেন ৬৩টি ম্যাচ।

সর্বশেষ খবর